আমাদের কথা খুঁজে নিন

   

ভিশন ২০২১ এর বাস্তবায়নের জন্য শুরু হোক নতুন সরকারের পথ চলা।

অতি সাধারণ একজন, স্বপ্ন দেখি সোনালী দিনের।

মহাজোটের নিরংকুশ বিজয়ে সম্ভবতঃ আওয়ামিলীগ নেতারাও বিস্মিত। নির্বাচন আপাতঃ দৃষ্টিতে সুষ্ঠ হয়েছে বলে মনে হয়। তবে প্রশাসন ও নির্বাচন কমিশনের বিশেষ জোটের প্রতি পক্ষপাতের অভিযোগ প্রথম থেকে ছিলো, এটা ওপেন-সিক্রেট বিষয়। আমাদের নিরপেক্ষ(!) তত্বাবধায়ক সরকার এবং পর্দার পেছনের শক্তির পছন্দমতো জোট ক্ষমতায় এসেছে, এতে তারা নিঃসন্দেহে আনন্দিত।

ভারতীয় পত্র-পত্রিকায় এ ব্যাপারে বেশ গুরুত্ব ও উল্লাসের সহিত বিভিন্ন খবর বের হয়েছে। তবে, এখন তারা যতটুকু খুশি হয়েছেন, আমাদের অমিমাংসিত সমুদ্র সীমা নির্ধারনের বিষয়ে তার কতটুকু খোলামনের পরিচয় দেয় তা যথেষ্ঠ প্রশ্নসাপেক্ষ। তাছাড়াও ছিটমহল সমস্যা, পানির ন্যায্য হিস্যা, সীমান্তে বাংলাদেশি হত্যা- এ সব পাহাড় পরিমান সমস্যা সমাধানের ক্ষেত্রে আওয়ামিলীগ জাতীয় স্বার্থকে কতটুকু গুরুত্ব দেয় এবং আমাদের বৃহত প্রতিবেশী রাষ্ট্র তাদের বন্ধু সরকারেরকে কতটুকু ছাড় দেয়, এটা দেখার বিষয়। মহাজোট ক্ষমতায় আসাতে তত্বাবধায়ক(?) সরকার এবং তাদের পেছনের শক্তি খুশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, তাদের সব কাজের বৈধতা দেয়ার ব্যাপারে মহাজোট নেত্রী অনেক আগেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। তাই, এখন সবকিছু সহজেই হালাল করে নেয়া যাবে।

তবে নতুন সরকারের উচিত কোন বাছ-বিচার ছাড়া সবকিছুর বৈধতা না দিয়ে সংসদে আলোচনা ও বিচার-বিশ্লেষন করে যতটুকু সুশাসন ও ন্যায় বিচারের জন্য প্রয়োজন, শুধু ততটুকুর বৈধতা দেয়া। যুদ্বাপরাধীদের বিচারের বিষয়টি অমিমাংসিত না রেখে তার একটা স্থায়ী সমাধান করা। তবে, এক্ষেত্রে অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোন প্রশ্ন না উঠে। আর, হতাশাজনক বিষয় হলো দেশ ব্যাপী যা খবর পাওয়া যাচ্ছে, তাতে ছাত্রলীগ ও যুবলীগের সোনার ছেলেরা যা শুরু করেছেন, এটা কোন শুভ লক্ষণ নয়। অবিলম্বে সন্ত্রাসী ও সুবিধাবাধীদের তান্ডব থামানো না গেলে জনগণের প্রত্যাশা প্রথমেই হোচড় খাবে।

সাধারণ মানুষ শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য যাকে ভোট দিয়েছে, তাদের অংগ সংগঠনের লোকজনে যদি বাড়ীঘর পুড়িয়ে দেয়, পুড়িয়ে মানুষ মারে, চর দখলের মত সরকারী জমি ও হল দখল করে, মার-কাট আচরন প্রদর্শন করে, তাহলে জনগনের আশার বেলুন ফুটে যাবে। তাই প্রয়োজন সহনশীলতা ও গঠনমুলক রাজনীতি। এখন প্রয়োজন সামনের দিকে তাকানো, জনগণ যে প্রত্যাশা করে ভোট দিয়েছে সেই প্রত্যাশা পুরণে দলমত নির্বিশেষে কাজ করা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.