Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman) কিছুই বুঝতে পারতেসি নাহ! মাথা কি আমার খারাপ না সরকার এর খারাপ এটাই গভীর ভাবে ভাবতেসি। প্রধানমন্ত্রী এর মরন কামনা করাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শিক্ষক কে দেশদ্রোহী ঘোষনা করতে বলসে হাইকোর্ট! ফেইসবুক এ এখন আর মুক্তমনা হলে চলবে না। মনের ভাব প্রকাশ করা যাবে না। চোখের সামনে ঘটে যাওয়া অন্যায় ও এড়িয়ে যেতে হবে। হতে হবে শকুন। আজব একটা দেশে থাকি আমি! ডিজিটাল বাংলাদেশ এর নামে যে কি হচ্ছে র কি বলব? আমরা এখন আর মন মত আমাদের মনের কথা সোশ্যাল মিডিয়া সাইট গুলতে দিতে পারব না! এ ও সম্ভব! সরকার এর বিরুদ্ধে কিছু লিখলেই ডাইরেক্ট ১৪ শিক এর ভিতর! এভাবে দেশ কে কি ডিজিটাল করা যাবে? নাকি দেশ এর ইন্টারনেট এর উপর অভিশাপ ফেলছে? আমার মতে এই উদ্ভট ব্যবস্হা টির বিরূপ প্রভাব পরবার সম্ভাবনা আছে। তো এখন এক কাজ করলে কেমন হয়? ১৪ হাজার কোটি টাকা খরচ করে নতুন ফাইবার অপটিক কেবল না কিনে তা দিয়ে দেশের জন্য কিছু করুন। ইন্টারনেট সম্পর্কে কোনো প্রকার সাধারন বিদ্যাহীন লোকের দেশে ইন্টারনেট না থাকাই উত্তম! হায়রে ডিজিটাল বাংলাদেশ! ভিশন ২০২১ না ভিশন ইনফিনিটি! ফেইসবুক এ নজরদারি না করে আপনার যক্ষের ধন ছাত্রলীগ কে সামলানো কি প্রয়োজন মনে করতেসেন না আপনি?। আচ্ছা জাতির বিবেকের কাছে আমার একটা প্রশ্ন আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শিক্ষক কে যদি দেশদ্রোহী ঘোষনা করা হইয়ে থাকে তার ফেইসবুক স্টেটাস এর কারনে তবে ছাত্র নাম এ ছাত্রলীগ যা করছে তা কি? নিজের ঘর পরিষ্কার করা দরকার বলে মনে করেন না আমাদের প্রধানমন্ত্রী মহোদয়া? আপনার মত দেশপ্রেমিক তো আর কেউ নেই আপনি এটার বিহিত না করলে কোন দেশদ্রোহী কাজ টি করবে? এমন ছাত্র রুপী ছাত্রাকারদের দ্বারা কি আমাকে ও গুপ্তহত্যা হতে হবে নাকি? নাকি ১৯৫২ তে ফিরে যাব? নিয়ে যাবো দেশকে ৬০ বছর পেছনে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।