আমাদের কথা খুঁজে নিন

   

শুভেচ্ছা নয়, নরহত্যার প্রতিবাদ করে বছর শেষ করি!

ইমরোজ

তোমরা বলেছ, আমাকে খুজে নিতে কোন নতুন দিন, দিগন্ত, অথবা একটি অর্থবহ মাটি। আমিও খুজেছি, নিজের সর্বস্ব দিয়ে খুজে গেছি, চারিদিকে যখন অন্ধকার ছিল, তখনও খুজেছি, আলোতে মাঝে মাঝে যখন কিছুই দেখা যাচ্ছিল না, আমি তখনও খুজে দেখি। অথচ ফলাফল শূন্য। কারণ, জানিনা। আমার মনে হয় একটি নতুন বছরের বিরুদ্ধে আরেকটি দাঁড়িয়েছে, একটি মানুষের বিরুদ্ধে আরেকটি মানুষ, তথাপি, দেশের বিরুদ্ধে দেশ, জাতির বিরুদ্ধে জাতি।

আমরা অন্ধ। মহাত্মা গান্ধী বলেছিলেন, An eye for an eye will make the whole world blind one day. হয়তো এইজন্যেই গান্ধী জ্বিকে মেরে আমরা অন্ধত্বের পথে ধাবিত। আমি উল্লাস করতে পারছি না। সমস্ত লাশ আজ পচতে শুরু করেছে, ওহে মূর্খের দল আজ উল্লাস নয়। বিশ্বের এক প্রান্তে শ'খানেক লাশ রেখে, তাদের কাঁদতে দিয়ে আমার পিতা আমাকে উল্লাস করতে শেখাননি।

আমি কী করব? কার কাছে যাব? কোন পথটাই বেছে নেব? আমি তাই নীরব হাহাকার শুনি, আর গান্ধী জ্বীর কথাগুলো আওড়াই, সম্ভবত নতুন বছর, অন্ধত্বের দিকে আরেকটি পদক্ষেপ। (ইসরাঈল, নরহত্যা বন্ধ কর, মানবতা হত্যা বন্ধ কর)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.