এখানে পিঁপড়ার কামড় ফ্রি!! সকাল ১০টার কাছাকাছি। আব্বা ফোন দিয়েছেন- হ্যালো বাবা,কেমন আছিস?
আমি বললাম- এইতো আব্বা,ভাল।
-তুই কি ঘুমাস নাকি?
-হ্যা আব্বা। তা আপনি কেমন আছেন?
- তাহলে ঘুমা বাবা,রাতে ফোন দিব নি।
তখন অবশ্য ফোন রাখার পরই অভ্যাস বশত ঘুম ভেঙ্গে গেল।
মনে করলাম কয়েকদিন আগের কথা। বাবা যখন ফোন করতেন তখন ঘুমিয়ে থাকলেও বলতাম- এইতো আব্বা,একটু টায়ার্ড লাগছিল তাই শোয়েছিলাম। এখনি পড়তে বসছি!!
কিন্তু পড়া আর হয়ে উঠত না। যদিও ঘুমও আর হোত না। পরিক্ষা শেষ বলেই হয়ত বাবাকে বললাম ঘুমাচ্ছি।
বাবাও ঘুমে বিরক্ত হবে ভেবে ফোন রেখে দিয়ে ছেলেকে ঘুমাতে সাহায্য করছেন।
আমার,তোমার,আপনার,আমাদের সকলের বাবা মা রা এমনই। ছেলে কিংবা মেয়ের একটু অসুবিধা হোক চান না। ভালবাসেন নিস্বার্থ ভাবে। আমাদের প্রশান্তিময় আগামী আর সুখের জন্য নিজের ঘুম-খাওয়া বাদ দিয়ে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন।
বুকের তাজা রক্ত ঘামে রুপান্তরিত করে কিনে আনেন আমাদের সুখের ঘুম আর পেটপুরে ঘুড়ে বেড়ানো সময়।
এরা সবাই শ্রমিক। তাই সকল বাবা ও মাকে শ্রমিক দিবসের শুভেচ্ছা। নিরাপদ আগামীর প্রত্যাশায়...
(সারাদিন ঢাকাশহরে ঘুরে বেড়িয়ে যে উপলব্ধি হল- পুলিশ আর র্যাব মনে হয় শ্রমিক না। কারন সবার মত এরা আজ ছুটি নিয়ে সংসারে সময় না দিয়ে ঠিকই আমাদের স্বার্থে কাজে যোগ দিয়েছেন।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ!!) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।