পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
আমাদের প্রিয় ক্রিকেটদল আগামিকাল খেলতে যাচ্ছে এক ঐতিহাসিক খেলার। যেই খেলা শুধু খেলা নয়, এক বিশাল দায়িত্বও বটে। যার সাথে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ। এই খেলাকে সামনে নিয়ে দেশ আজ একসুতোয় গাঁথা, যা উপলব্ধি করেই মিলে জান্নাতের প্রশান্তি।
এই ঐতিহাসিক মুহুর্তে দেশবাসি আমাদের প্রানপ্রিয় খেলোয়ারদের জানাচ্ছে প্রাণঢালা শুভেচ্ছা। তবে কেন আমরা বিরত থাকব।
--আমার উইশঃ (মাহমুদুল হাসান, মানিকগন্জ)
প্রিয় সাকিব আল হাসান, ভাই আমার, তুমি আমাদের জিবনে বহুবার এনেদিয়েছ অনেক আনন্দঘন মুহুর্ত। তোমরা সবাই মিলে আমাদের বাঙালীজাতিকে নিয়ে গিয়েছ অনেক উর্ধে। তোমাদের জন্য আমরা শত মতভেদ সত্যেও আজ এক সুতোর মালা।
তোমাদের এই অবদান আমরা কোনদিনই ভুলব না। আজ এই ঐতিহাসিক মুহুর্তের প্রাক্কালে তোমাদের দেয়ার মত আমাদের কিছুই নেই, তাই শুধু বলতে চাই, তোমরা সবাই আমাদেরই ভাই। তোমাদের হার কিংবা জিত উভয়টিই আমাদের। কাজেই মোটেও মাথায় চাপ নিবে না। তোমরা শুধু তোমাদের সেরাটা দিয়ে চেষ্টা কর।
১৫ কোটি বাঙালী তোমাদের সাথে আছে, আল্লাহ তোমাদের সহায় হোন। বেষ্ট অব লাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।