ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
দীর্ঘ নয় মাসের রক্তাত্ত সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশ নামে একটি দেশের বিজয় অর্যিত হয়। ৩০ লক্ষ মা-বোন ও শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন জাতি, একটি স্বাধীন পতাকা সর্বোপরি বিশ্ব মানচিত্রে একটি মুক্ত দেশ পাই।
আমার মত অনেকেরই ঐ সময় জন্ম হয়নি, দেখিনি মুক্তিযোদ্ধাদের লড়াকু ভূমিকা, দেখিনি আমাদের মা-বোনদের সাহসিকতা। তবুও সেদিনগুলোর কথা শুনলে, মনে পড়লে আমিও শিহরিত হই। তবে গর্বে মনটা ভরে যায়।
আমার ৭ বছরের ভাগিনা বলে এখন মুক্তিযুদ্ধ হয় না কেন, আমি বলি বাবা আমরা পাক-হানাদার বাহিনী থেকে মুক্ত হলেও আমাদের পুরোপুরি বিজয় এখনো হয়নি, অর্থনৈতিক মুক্তি এখনও পাই নাই। তুমি বড় হও, ভাল ভাবে পড়া লেখা কর, তারপর সমাজের সব জঞ্জাল, অশান্তি, অসমতা দূর করে সমাজে, দেশে শান্তি ফিরে আন, এটাও তোমার জন্য এক ধরনের যুদ্ধ।
বিজয়ের এ দিনে আমার কামনা থাকবে সমাজের সকল অসমতা, অসামঞ্জস্য, সকল কুসংস্কার দূর হয়ে সমাজে শান্তি, শৃঙ্খলা ফিরে আসবে। সকলে অন্ততঃ ডাল-ভাত খেয়ে বেঁচে থাকতে পারব। শিক্ষার অধিকার সবার, এ থেকে কেউ যেন বঞ্চিত না হয়।
বিজয়ের এ দিনে সামহোয়্যারইনব্লগ-এর জন্মদিন, এমন একটি শুভ দিনে সামহোয়্যারইনব্লগ-এর অগ্রযাত্রা, সত্যিই গর্ব করার মত। দেশ-বিদেশে এর হাজার হাজার ব্লগার, পাঠক রয়েছে। বাংলায় তাদের আবেগ, অনুভূতি প্রকাশ করছে। তানাহলে আকাশ-সংস্কৃতির এ যুগে সবাই বাংলাই ভুলে যেত। সামহোয়্যারইন-এর উজ্জ্বল ভবিষ্যত, উত্তোরোত্তর সাফল্য কামনা করি।
একটি সুখি, সমৃদ্ধি দেশ চাই, সুশিক্ষিত জাতি চাই, বেঁচে থাকার অধিকার চাই।
আবারও সবাইকে বিজয়ের হাজারো লাল গোলাপ শুভেচ্ছা।
ছবি সূত্র - নেট থেকে সংগৃহীত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।