আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D যখনই এগুতে চাই তখনই কারা যেন , দুয়ার করে বন্ধ। কেও যখন এগুতে চায় তখন তাকে বলা হয় সময় হয় নি। শৃঙ্খলাকে দোহাই দিয়ে বসিয়া রাখতে চায় সেই পশ্চাৎপন্থিরা। যার ডাকে এগুতে চাই তাকে হতে হএ লাঞ্ছিত। কিন্তু আমরা একদিন বের হবো বাধা কে অমান্য করে সময়ের সাথে সাথে ঐদিন আর বলতে হবে না যখনই এগুতে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।