Everyone is entitled to my opinion.
এবারের নির্বাচনে বাংলাদেশের জনগন আপনাকে ও বাংলাদেশ আওয়ামী লীগকে যে নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে সেটাকে আমি যদি স্বৈরাচারী ক্ষমতার সাথে তুলনা করি তাহলে মনে হয় খুব একটা ভুল হবে না। তুলনাটা একারনে করলাম যে আপনি ইচ্ছামত যে কোনো কিছু করতে পারবেন। সংবিধান সংশোধন থেকে শুরু করে প্রশাসনে নিজের দলের লোকদের অবাধ নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করা কোনো কিছুতেই খুব একটা বাধার সম্মুক্ষিন হবেন না। তাই আপনাকে বলতে চাই, বাংলাদেশটাএখন আপনার কাছে কাঁদা মাটির দলা বা বাচ্চাদের খেলার প্লে ডোহ্'র মতো।
আপনি ইচ্ছা করলেই অবুঝ শিশুর মতো কাঁদা মাটি দিয়ে অর্থহীন কোনো আকৃতি বানাতে পারেন অথবা বিশ্ববরেণ্য ভাষ্কর্য শিল্পী মাইকেল এ্যান্জলোর মতো অপূর্ব সব শিল্প সৃষ্টি করতে পারেন যা দেখে বিশ্ববাসী সুকান্তের মত বলতে বাধ্য হবে, "সাবাশ বাংলাদেশ, এ পৃ্থিবী অবাক তাকিয়ে রয়।"
এখন আপনি কোনটি হতে চান? মাইকেল এ্যান্জেলো নাকি অবুঝ শিশু?
আপনাকে এখুনি এবং খুব দ্রুত এই সিদ্ধান্তটি নিতে হবে। কারন শুরুতেই ভুল করাটা মনে হ্য় ঠিক হবে না। আশা করি আপনি সঠিক সিদ্ধান্তটি নেবেন!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।