আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয়া শেখ হাসিনার আগামী দিনে রাষ্ট পরিচালনায় যেসব বিষয় মনে রাখা উচিত



- ১। বি এন পির ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহন করতে হবে। আরো শিক্ষাগ্রহন করতে হবে ১৯৯৬ ও ১৯৭৩ পরবর্তী নিজেদের ভুল ত্রুটি হতে! ২। দ্রব্যমূল্য যেকোন উপায়ে সহনীয় পর্যায়ে আনতে হবে!এর অর্থ এই নয় চালের মূল্য ২০ টাকার নিচে,কেননা এতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে! ৩। অর্থনৈতিক এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংসদ ছাড়াও বিশিষ্ট অর্থনীতিবিদদের পরামর্শ গ্রহন করতে হবে! ৪।

বি এন পির মত মারমুখি আচরণ করা যাবে না!এটা আপনার কর্মীদেরকে বক্তব্যের মাধ্যমে বোঝাতে হবে! ৫। জাপা'র সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে! ৬। সকল আলেমদেরকে ও বয়স্ক মুরব্বিদেরকে জামাত ভাবা চলবে না!এতে আওয়ামীপন্থী ধর্মপ্রাণ মুসলমানদেরও আঘাত লাগে! ৭। বি এন পির তৈরি করা র‌্যাবকে আরও পাঁচগুণ শক্তিশালী করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে হবে!কোনক্রমেই অন্য কোন সমান্তরাল বাহিনী গঠন করা যাবে না! ৮। রাজাকারদের বিচার,বিচার বিভাগের মাধ্যমে করতে হবে!নিশ্চিত হতে হবে যেন রাজাকারদেরই বিচার হয়! ৯।

দলীয় এমপিদের সম্পদের হিসাব নিতে হবে!এতে প্রশাসন স্বচ্ছ হবে এবং পরবর্তীতে অযথা হয়রানি থেকে মুক্তি পাবে! ১০। জয়কে অপরিপক্ক অবস্থায় নেতৃত্বে আনা যাবে না!এতে দুই যুবরাজের মত বিতর্কিত হতে পারে! ১১। মনে রাখতে হবে জিহবা মানুষের বড় শত্রু!সুতরাং বুঝেশুনে কথা বলতে হবে,কেননা আপনি বঙ্গবন্ধু কন্যা। ১২। অতি চাটুকারদের থেকে কৌশলে সতর্ক থাকতে হবে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.