যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের পক্ষে জনগন যে রায় দিয়েছে তা বলা যায় ঐতিহাসিক । এই ঐতিহাসিক রায় দিয়েছে মানুষ খুবই সুস্পষ্ট কারণে । বিগত সরকারের আমলের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, দলীয় সন্ত্রাস, চাঁদাবাজী আর প্রশাসনে স্বজনপ্রীতির বিপক্ষে ।
বিগত বিএনপি-র আমলে মানুষের অসহনীয় দুর্ভোগ আর সরকারের নিলর্জ্জ মিথ্যাচার, "মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে" কিংবা "আল্লাহর মাল নিয়েছে" এর বিপক্ষে মানুষ ভোট দিয়েছে । মানুষ তার মতামত ব্যক্ত করেছে ব্যালট পেপারে । তারা স্বস্তি চায়, যুদ্ধাপরাধীদের চায় না, জঙ্গীবাদ চায় না । চায় দুমুঠো খাবারের সংষ্থান ।
তাই বিগত আমলের সম্পূর্ণ ব্যর্থ আর দুঃশাসনের জমে ওঠা পাহাড়কে ছুড়ে ফেলতেই তাদের এমন ভোট দান ।
ভুলে গেলে চলবে না আবার আগামী নির্বাচনেও মানুষ আবার ভোট দেবে, সেই ভোটই তারা চলমান পাচ বছরের ক্ষমতার মূল্যায়ণ করবে । কেননা, জনগনই সকল ক্ষমতার উৎস ।
নতুন নির্বাচিত সরকারের কাছে মানুষের চাওয়া গুলো কিন্তু সুস্পষ্ট । মানুষের চাওয়া খুবই সামান্য , তারা শান্তি চায় না চায় একটু স্বস্তি আর নিরাপদ বেচে থাকার অধিকার । যেখানে রাজনীতির নামে সংখ্যালুঘুদের নির্যাতন করা হয় না, বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে দলীয় সন্ত্রাস হয় না, যে দেশে যুদ্ধাপরাধীরা মাথা তুলে দাড়াতে পারে না, ধর্মের নামে সন্ত্রাস হয় না ।
মানুষের প্রত্যাশা অনেক । তবে আমাদেরও ভুলে গেলে চলবে না ব্যালট এর রায় দিয়েই নতুন সরকার এসে রাতারাতি সব বদলে ফেলবে, তাদের কে যথেষ্ট সময় দিতে হবে । এই অসহনীয় পরিস্থিতি সামলে উঠার সময় দিতে হবে ।
তবে যাই হোক, সবার আগে , সবকিছুর আগে এবার আসুন আমরা এই নবনির্বাচিত সরকারের কাছে দাবী জানাই, যুদ্ধাপরাধীদের বিচার চাই । সবার আগে , সবকিছুর আগে নতুন সরকার যুদ্ধারাধীদের বিচার করবে ।
নতুন সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশা হোক , যুদ্ধাপরাধীদের বিচার । আর সেজন্য সবাইকে সমস্বরে, সম্মিলিতভাবে দাবী জানাতে হবে, আসুন আমরা এই একটি চাওয়াকে এবার বাস্তবায়িথ করি । সমস্বরে আওয়াজ তুলি সবার আগে , সবকিছুর আগে যুদ্ধাপরাধীদের বিচার চাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।