আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা

আমি সাধারণ এক মানুষ। [img|http://cms.somewhereinblog.net/ciu/image/128556/small/?token_id=97430b318899efbed6e5ed92c252359bছবিতে এই ব্যক্তিটির নাম মোসারফ হোসেন। (01725-758330) তার বাড়ি টাঙ্গাইল জেলার, কালিহাতি থানার, দুর্গাপুর ইউনিয়েনর পটল গ্রামে। (ভোটার আইডি নং-9314729244663) তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তি বাহিনীতে সক্রীয় অংশ গ্রহন করেন। তার সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি ঔই সময়ে বঙ্গ্বন্ধুর ডাকে ভারতে যান।

ট্রেইনিং নিয়ে ফিরে আসেন বাংলার মাটিতে। তার সাথে অনেকখন কথা হচ্ছিল আমার। তার শারীরিক অবস্থা এখন বেশ নাজুক, কারন কিছুদিন আগে সে ব্রেইন স্ট্রোক করেছিল! বলতে বলতে সে এমন একটি কথা বললো তা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। সে বললো, 42 বছর পাড় হয়ে গেলেও এখনও তার নামটি মুক্তিযোদ্ধাদের নামের তালিকাতে ওঠেনী। যদিও সরকারী অফিসের দ্বারে দ্বারে ঘুরেছেন কোন কাজ হয়নী।

কেন তার নামটি মুক্তিযোদ্ধাদের নামের তালিকাতে ওঠেনী তা আমার বোধগোম্য নয়। তাকে আমি প্রশ্ন করেছিলাম-এটার জন্য আপনার কোন মন্তব্য অথবা খারাপ লাগে কিনা? তিনি উত্তরে যা বললেন শুনে আমি খুব গরবো বোধ করলাম। “আমরা যুদ্ধে অংশ নিয়েছিলাম দেশকে স্বাধীন করার জন্য সনদ পাওয়ার জন্য নয়” এমন উত্তর তিনি করলেন। আজকে বাংলার প্রতিটি বিবেকবাণ লোকের কাছে আমার আমরা জানতে চাই যে তার মত অনেক মুক্তিযোদ্ধা আছে যারা নিরবে শুধু কেদে যান হাসি মুখে। কেন তারা কি দেশে শ্রেষ্ঠ নাগরিক না? সকল বন্ধুদের বলছি- অনাদের মত দেশে অনেক অবহেলিত মুক্তিযোদ্ধা আছে যারা আজকে সরকারের পক্ষ থেকে যে কোন ধরনের সুবিধা থেকে বঞ্চিত।

বন্ধুরা আসুন রুখে দাড়াই এদের পাশে দাড়াই। ধন্যবাদ।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.