আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটারে MAC অ্যাড্রেস কি এবং কেন এইটি হই??

আমি এখন কম্পিউটার নেটওয়ার্ক এর একটি গুরুত্বপূর্ণ  অংশ কথা বলতে চাই সেইতা হল  MAC address .  পুরা নাম MAC = Media  Access Control .
এই টেকটিউন  সাইট কতটুকু লেখা হইয়াসে তা টিক আমি জানি না। কিন্তু আমি যতটুকু জানি তাই লেখলাম।
Mac অ্যাড্রেস একটি OSI মডেল এর দ্বিতীয় স্তুরে একটি ঠিকানা । OSI মডেলের দ্বিতীয় স্তর ডাটা লিঙ্ক লেয়ার থাকে । ডাটা লিঙ্ক লেয়ারের দুটি সাব লেয়ার গঠিত হই ।


মিডিয়া অ্যাকসেস কনট্রোল (MAC) লেয়ার এবং লজিক্যাল লিংক কন্ট্রোল (এলএলসি) স্তর ।
কিভাবে একটি নেটওয়ার্ক ডাটা  প্রেরণ করবে তার অনুমতির কাজটি MAC সাব লেয়ার নিয়ন্ত্রণ করে থাকে ।
MAC অ্যাড্রেস বিশ্বব্যাপী অনন্য এবং  হার্ডওয়্যারের মধ্যে লেখা হয়  যখন  হার্ডওয়্যারটি তৈরি  করা হই । এই কারনে MAC কে অ্যাড্রেস কখনও কখনও ঠিকানা মধ্যে বার্ন বলা হয় ।  উত্পাদন করার পরেও , এটি অনেক ক্ষেত্রে সম্ভব যে সফটওয়্যার দ্বারা MAC অ্যাড্রেস পরিবর্তন করা যাই ।


বিভিন্ন ধরনের দ্বিতীয় স্তর প্রযুক্তি যেমন ইথারনেট, টোকেন, 802.11, ব্লুটুথ, FDDI, এটিএম বিষয়ক, SCSI, এবং ফাইবার চ্যানেল গুলো Mac অ্যাড্রেস ব্যাবহার করে থাকে ।
MAC-ইথারনেট নির্দেশের মধ্যে সম্ভূত ঠিকানা ও MAC ঠিকানা কখনও কখনও ইথারনেট ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় ।
একটি MAC ঠিকানা 48 বিটের হই । এর মানে  281.474.976.710.656 সম্ভব MAC অ্যাড্রেস আছে  ।
একটি সাধারণ mac অ্যাড্রেস এর নমুনা
00-0C-F1-56-98-AD
এই ঠিকানা প্রথম তিনটি বাইট (00-0C-F1) এই নেটওয়ার্ক ডিভাইস এর নির্মাতার সনাক্ত করা. এই ক্ষেত্রে এটা ইন্টেল অ্যাড্রেস ।


যখন ইন্টেল  শেষ তিন বাইট এই ঠিকানা দেই তখন ডিভাইসটি  নির্মিত হয়েছিল ।
আমারা অনেকে জানি যে শুধু মাত্র বোর্ড ব্যান্ড লাইন  বা  ইথারনেট এর সংযোগ  এ mac থাকে । এতা কিন্তু মতেও টিক নই ।
ওয়ারলেস নেটও mac থাকে । খুব সহজে আপনি আপনার mac পরিবর্তন করে তে পারেন।


কমান্ড এর দ্বারা আপনি এটি বের করতে পারেন । রান -টাইপ cmd- ipconfig/all.

physical address দেখুন দেয়া আসে ওইটাই আপনার পিসি অ্যাড্রেস । যদি আপনি ওয়ারলেস নেট ব্যাবহার করেন তাহলে প্রথনে না পেতে পারেন  স্ক্রল করে দেখুন আছে ।
অনেক আবার মনে করে কম্পিউটার আইপি দিয়া ট্রাক করা হই । কিন্তু আপনি কি একবার তের জানতে পারচেন যে আপানার ওই আইপি অনেক কে ব্যাবহার করসে ।


ফাইন্ড করে দেখুন আপনার বাড়ি কম্পিউটার দেখাবে না । ঢাকা কিংবা অন্য কথাও সার্ভার অফিস দেখাবে ।
আপনি হইত MAC অ্যাড্রেস পরিবর্তন করে অন্য কারও বা হ্যাকার থেকে লুকিয়াই থাকতে পারবেন  কিন্তু  আপনার আইএসপি থেকে লুকাতে পারবেন না সেইটা কেন ওয়ারলেস নেট হোক ।
আমার লেখাটি ভাল লাগে তবে মন্তব্য করবেন। আমার একটি  সফটওয়ারে  দরকারি সাইট আছে  এইলিংক দেখতে পারেন


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.