আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগে লাঞ্ছিত হানিফ!

শাহবাগ চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শাহবাগে আসেন আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে। শাহবাগের অস্থায়ী মঞ্চে এসে তিনি বক্তব্য দিতে যান। এ সময় আন্দোলনকারীরা না না বলে চিৎকার করেন। এরপরেও তিনি বক্তব্য দিতে উদ্যাত হলে বিক্ষোভকারী পানির বোতল ছুঁড়ে মারেন ও তার বিরুদ্ধে শ্লোগান দেন।

আন্দোলনকারীরা প্রথম দিন থেকেই দলীয় কাউকে বক্তৃতা দিতে দিচ্ছেন না। তাদের অলিখিত এই নিয়মের ব্যত্যয়ের চেষ্টা করেন সরকার দলীয় যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। আর এ কারণেই বিক্ষোভকারীদের লাঞ্ছনার শিকার হন তিনি। হানিফের লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করেন আওয়ামী লীগের এক নেতা। তবে তিনি নাম না প্রকাশ করতে অনুরোধ জানান।

বুধবার রাতে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীও আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন। একইভাবে বৃহস্পতিবারও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনকে বক্তৃতা দিতে বাধা দেন আন্দোলনকারীরা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।