আচ্ছা আজ পল্টনে দাঁড়াইয়া বেগম খালেদা জিয়া যে ক্ষমা চাইলেন , তাতে কি মন গলবে বাংলাদেশের মানুষের ? মানুষের কি ভুলে যাওয়া উচিৎ তাদের উৎপাদিত বাংলা ভাই, শায়খ রহমান , মুফতি হান্নানদের কথা ? মানুষ কি ভুলে যাবে হাওয়া ভবনের প্রিন্স তারেক আর তার চামচা মামুন, বাবর, পিন্টু,মিলন, বুলু, লালু, ফালু ,- দের মাস্তানির কথা ? কি করেন নাই খালেদার দুই পুত্র !
এবার আসি ভোট বিষয়ে ।
ভোট নিয়া আমার আন্দাজ নিম্নরূপ ........
আওয়ামী লীগ - ১৪৫
বিএনপি- ১১০
জাতীয় পার্টি - ২২
জামাত - ১১
স্বত্ন্ত্র ও অন্যান্য ১১
----------------------------
২ ৯ ৯
আপনারা কি বলেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।