রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে
শুক্রবার সকালে গিয়েছিলাম চ্যানেল আই-এ, আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। মোর্তজা ভাই মাঝে মধ্যে ডাকেন, যাই, কিঞ্চিত অর্থ প্রাপ্তি ঘটে, মেয়েকে নিয়ে কেএফসি বা বসুন্ধরায় যাই।
শুক্রবার সকালেরটা হয় প্রায় এক ঘন্টা। যেয়ে দেখি অতিথি হিসাবে আরও আছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বলার ভঙ্গিটা সুন্দর।
বলেনও ভাল। তাঁর পাশে আমাকে আসলে বসানো যায় না।
অনেক বিষয়ের মধ্যে মোর্তজা ভাই চালের মূল্য বিষয়টিও উঠালেন। আনোয়ার স্যার সুন্দর করে একটা কথা বললেন। ৭০ এর নির্বাচনের আগে মাওলানা ভাসানী নতুন একটা শ্লোগান তুলেছিলেন।
আর সেটি ছিল, 'ভোটের আগে ভাত চাই'।
তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন, মাওলানা ভাসানীর সেই শ্লোগান তখন জনপ্রিয় হয়নি। বরং সমালোচনা হয়েছিল।
এখন আবার ভিন্ন প্রেক্ষাপট, আবার নির্বাচন নিয়ে কথা উঠেছে। নির্বাচন হবে কি না সে প্রশ্ন তো আছেই।
কিন্তু মানুষ বেশি চিন্তিত ভাতের দাম নিয়ে।
মাওলানা ভাসানীর সেই শ্লোগান এখন জনপ্রিয়তা পাবে আমি নিশ্চিত। আমিও ঠিখ করেছি এই শ্লোগানটা আমি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের চেষ্টা করবো। আশে পাশের সবাইকে প্রশ্ন করেন, প্রায় সবাই বলবেন, 'ভোটের আগে ভাত চাই'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।