আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের হাত।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আমাদের এলাকার সংসদ সদ্স্য প্রার্থির গনসংযোগ চলছে। হাতে হাত বুকে বুক কইলজার টুকরারা সাথে সাথে ভালোবাসার প্রতিদান দেন। মানুষ সহজ সরল ভাবে নেতাদের দেখে খুব উদ্বেলিত হয়। ভোট দেয়া পাওয়ার ইশারা হয়। পরিবর্তিত অবস্থার সাথে মানূষ আশার আলো দেখে কিন্তু আমাদের নেতা নেতৃরা নির্বাচনের পরে ভালোবাসার কইলজার টুকরাদের ঠেলে দুরে সরিয়ে দেন।

ভালোবাসা ভূলুন্ঠিত হয়। বারবার প্রতিবার, মানুষ কষ্ট পায়, দিন যায়, মাস যায় ,বছর যায়। মানুষ অপেক্ষায় থাকে প্রতিশোধ নেয়ার গোপন ব্যালটে তারা ঘৃনা জানাবে বিলম্ভ যেন সহ্য হয়না। নেতারা নির্বাচন পিছানো কথা বললে মানুষ আরো কষ্ট পায়। তারা মুখ খুলে অনেক কিছু বলতে চায় না।

দুঃখ যাদের চির সাথী তারা পাল্টাতে চায় তারা পরিবর্তন চায়। নেতাতের মানসিকতার পরিবর্তন চায়। আবার আসে নির্বাচন এবার ভোটররা মনে হয় খুব বেশী প্রত্যায়ী তারা ভেবেই ভোট দেবে। সৎ যোগ্য লোককে ভোট দেবে। কালো টাকা বা পেশী শক্তির কাছে মাথা নত করবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।