আল বিদা
কর্ণফুলী নদীর ধারের এক খ্রীষ্টান মিশনারিজ হাসপাতালে আমার জন্ম। ঐ হাসপাতালকে ঘিরে কেন যেন আমার একটা সফ্ট ফিলিংস কাজ করে। যতবার ঐ হাসপাতালের সামনে দিয়ে যাই ততবার তাকিয়ে তাকিয়ে কি যেন খুজতে থাকি। হয়ত চোখের সামনে ঐ দিন দেখতে পাব এমন এক আশা থাকে।
চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে একদিন দেখলাম এক সিস্টার ডাক্তারকে বিদায়ের সময় বলছে 'ok doctor, thank you once again '।
এত সুন্দর করে যে ধন্যবাদ দেয়া যায় তা আমি আগে জানতাম না। আর ধন্যবাদ যে শুধু মুখস্থ বলার ব্যাপার না তাও ঐদিন বুঝলাম। তারপর আমি বহুদিন চেষ্টা করেও ঐরকম সুন্দর করে কাওকে ধন্যবাদ দিতে পারি নাই। হয়ত এত সুন্দর করে দিতে হলে মনের সৌন্দর্য লাগে যা আমার নাই।
প্রতি বড়দিনে আমার গির্জায় যেতে ইচ্ছা তরে।
কিন্তু আমার কোন খৃষ্টান বন্ধু নাই যে আমাকে নিয়ে যাবে। প্রায়ই ভাবি একলাই যাব। কিন্তু একলা একলা এক অপরিচিত পরিবেশে যেতে অস্বস্তি লাগে।
গির্জার পরিবেশের সাথে কেন যেন পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে। যখনই গির্জার কথা মনে হয় তখনই সাদা শুভ্র কাপড়ের ফাদার-সিস্টারদের কথা মনে হয়।
পরিচ্ছন্ন এক গির্জার কথা মনে হয়।
আমার বোন স্কুলে 'যেমন খুশি তেমন সাজো' তে সিস্টার সাজত। গলায় ক্রুশ ঝুলিয়ে বিচারকদের কাছে গিয়ে বলত, পিতা-পুত্র ..........। সিঙ্গাপুরে সেন্তোজা আইল্যান্ডে সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি দেখে অবাক হয়ে যাই। সান্তাক্লজ বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসবে শুনলে কত রোমাঞ্চ লাগে।
ঈদের দিন অফিসে ১ দিন বেশী ছুটি দেয়া হয়েছিল যা আজকের দিনের সাথে এডজাস্ট করা হয়েছে। তাই আমরা আজকে অফিস করছি। রাতে কোথাও উৎসব থাকলে দেখতে যেতাম।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।