যে জুটিকে দেখেছি লেকের পাড়ে
বসে থাকতো একে অপরের হাত ধরে।
তারা আজ
এসেছে শাহবাগ।
দাবি একটায়
রাজাকারের ফাঁসি চায়।
শুধু কাদের নয়
সব রাজাকারের ফাঁসি চায়।
যে মেয়েটিকে দেখেছি আয়্নার সামনে
দাড়িয়ে একমনে
মাথায় তুলতো সিথি
আর সিথি টানতো ইতি
রাজপথের মতো দূসর দিগন্তে।
সে আজ
এসেছে শাহবাগ।
দাবি একটায়
রাজাকারের ফাঁসি চায়।
শুধু কাদের নয়
সব রাজা কারের ফাঁসি চায়।
যে ছেলেটিকে দেখেছি কলেজ পালিয়
বন্ধুদের সাথে নিয়ে
হৈ হুল্লামি করে বেড়াতো এলাকা জুরে।
সে আজ
এসেছে শাহবাগ।
দাবি একটায়
রাজাকারের ফাঁসি চায়।
শুধু কাদের নয়
সব রাজাকারের ফাঁসি চায়।
যে নারীটিকে দেখেছি সন্তান সম্ভবা
কিছুদিন পর হয়তো হবে মা।
রাজাকার মুক্ত দেশে
সন্তান কে জন্ম দিতে
সে আজ
এসেছে শাহবাগ।
দাবি একটায়
রাজাকারের ফাঁসি চায়।
শুধু কাদের নয়
সব রাজাকারের ফাঁসি চায়।
অনেকেই এখানে এসেছে-
যে বৃদ্ধা তার নাত-নাতনীদের
রূপকথার গল্প শুনাতো সে,
যে লোক সারাদিন রিক্সা চালিয়ে
২ কেজি মোটা চাল, কিছু আলু, পেয়াজ, নুন
কিনে বাসায় ফিরত সে।
এখানে এসেছে-
তিভি ব্যাক্তিত্ব, সংগীত শিল্পি,
স্কুল-কলেজ ভার্সিটির ছত্র-শিক্ষক, মিডিয়ার মানুষ।
সকল জাতের, সকল ধর্মের,
সকল বর্ণের, সকল পেশার
অজস্র, অগনিত মানুষের
মিলন মেলা হয়েছে এখানে।
তারা আজ
এসেছে শাহবাগ।
দাবি একটায়
রাজাকারের ফাঁসি চায়।
শুধু কাদের নয়
সব রাজাকারের ফাঁসি চায়।
আমারও দাবি একটায়-
এখনো আসেননি সে সকল ভাই বোন
এখনি চলে আসুন।
সম্মানিত জনতা আওয়াজ তুলুন-
ঠাই নাই, ঠাই নাই
বাংলাদেশে রাজাকারের ঠাই নাই।
শুধু এই কাদের নয়,
সব রাজাকারে ফাঁসি চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।