আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারে ঠেকান দিতে

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

লেজ কেটেছে শেয়ালগুলো লেজ কেটেছে লেজ, আবার ওরা বইছে বুকে একাত্তরের তেজ। লেজ কেটেছে শুয়ারগুলো দিচ্ছে ভীষণ হাঁক, কোথায় আছে হামিদ-মতি হাত উঁচিয়ে ডাক। ভোল ছেড়েছে গোখরোগুলো বিষ কমেনি বিষ, অধীন হবি রাজাকারে ছাড়টা যদি দিস। সবাই মিলে এক না হলে ফিরবে ওদের দিন, রাজাকারে ঠেকান দিতে আজকে শপথ নিন। ১৮.০৩.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।