যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
ওবামার বিজয়ের আগে পশ্চিমা মিডিয়াতে রিপাবলিকান ঘরানার মিডিয়া ও রাজনীতিবিদদের একটা ইচ্ছাকৃত ভুল করতে দেখা যেত। "ওবামা' নামটা এমনভাবে উচ্চারণ করতো যেন তা ওসামার মত শোনায়। ওসামা বলে ফেলে অনেকে আবার সংশোধন করে ওবামা বলতো। তবে নির্বাচনে বিজয়ের পরেও এই ধারা অব্যাহত রয়েছে। সিএনএন এর গ্লেন বেক, এলিনা সাও এমন ভুল করেছেন অতীতে।
নিউজ দেখলে এখানে টিপি দেন।
তবে ইদানিং লক্ষ্য করেছি ওসামা বিন লাদেন এর নামেও পরিবর্তন এসেছে। বহুল উচ্চারিত লাদেন এর বদলে ওসামা ক্রমশ গুরুত্ব পাচ্ছে ওয়েস্টের মিডিয়ায়। কয়েকদিন সিএনএনে লাদেনের চেয়ে ওসামা বেশি শুনলাম মনে হলো। আজকে প্রথম আলোতেও দেখলাম ওসামা শব্দটিকে হেডিং করতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।