আমাদের কথা খুঁজে নিন

   

তুমিতো চললে

পরেই বলবো না হয়

তুমিতো চললে - সুমন চট্টোপাধ্যায় (কবীর সুমন) তুমিতো চললে, সক্কলেই যায়। থাকতে এসেছি ভাবতে ভাবতে সবাই পালায়। এসেছিলে তুমি, সকলেই আসে। ঘড়ে আর দূরে, পথে ও প্রবাসে। এমন কি আর।

আসা মানেই তো প্রস্তুতি শুরু বিদায় নেবার। কাঠের শেল্ফে পুরোনো খামে, ঠিকানা লেখা তোমার নামে, জমছে ধূলো। ধূলোর মতোই জমলো তোমার, বছর গুলো। এবারে বিদায় নিথর বুকে, শান্তি নামলো তোমার মুখে। পথের শেষে।

একলা চললে একলা চললে ঘুমের দেশে। --------------------------------------------------------------------------------- সুমনের গাওয়া গানগুলোর মধ্যে এই গানটি খুবই প্রিয়। যেমন কথা তেমনই সুর। এককথায় অসাধারন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।