..
আমার ভাল লাগেনা
তীব্র মৃত্যু-গন্ধী ফুল — হাস্না-হেনা
সুগন্ধ কেন এমন প্রখর হবে
তন্ত্রীতে কেন এত প্রবল স্পর্শ দিয়ে যাবে?
কাল সারারাত কেটে গেছে——–
নীল ঢেউয়ের বিছানায় দুলতে দুলতে
আকাশের গান শোনা হয়নি
দেখা হয়নি–
কি ছিল আকাশ জুড়ে
কালো কালো মেঘ নাকি নীহারিকা!
সমস্ত নিঃশ্বাস জুড়ে ছিল
বাতাসের নীল ঘ্রাণ
প্রমত্ত মাদকতা মাখা। আচ্ছন্নতা।
আজীবন বিচ্ছেদ খুঁজেছি
প্রচন্ড প্রেমের ভেতরে
নিজেই নিজের বৈরী।
শত্রু নও
তুমিতো প্রবল মিত্র
বন্ধু আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।