মানুষের জীবনের ঢের গল্প.......
দরজা বন্ধ, জানালা বন্ধ, যে যন্ত্রটায় সারাদিন গান শুনি সেটাও নিঃশ্চুপ। বাইরে থেকেও কোনো শব্দ আসছে না আমার ঘরে। কেবল একটা টিউব লাইট বিরামহীন একঘেয়ে আলো দিচ্ছে।
নামায শেষে দেখি সব চুপচাপ, নিথর, সময় যেন আর এঘুচ্ছেনা। উফফফ
আজ ওর খেলায় জেতা ক্রেস্টগুলো মা ফেলে দিল।
ওর শেষ স্মৃতি যা ছিল আমার কাছে। আমি হালকা মানা করে বাবার দিকে তাকালাম সমর্থ্যনের আশায় দেখি বাবাও মার পক্ষে।
অনেক, অ-নে-ক দিন হল ও নেই। তবুও এগুলো তে হাত দিলে মনে হত ও আছে। একটা একটা করে মা সব সরিয়ে ফেলছে বাসা থেকে।
প্রশ্ন করলে বলে মানুষ টাই তো নাই ওর জিনিস রেখে কি হবে???
জানি ও কখনো ফিরবে না। কেউ ফেরে না।
খুব একা লাগছে। আজ ভীষন মনে পড়ছে। মা'র কাছে বকা খেলে ওর কাছে ই তো বলতাম।
মনে হচ্ছে কোথাও কেউ নাই। দম বন্ধ হয়ে আসে ......
প্রিয় ব্লগার, কেউ কোনো প্রশ্ন করবেন না প্লিজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।