আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে
(১)
ড্রেসিংটেবিলে লোশন আফটার শেভের খালি বোতলগুলো
একেকটা যৌবনহারা বারবনিতা
যে এসেছিল সে গন্ধ নিয়ে গেছে আমিও নিয়েছি মুখ শরীর মেখে
এখন কেউ আসেনা দাঁড়ায়না ওখানে আমিওনা
ওদেরামার মাঝে নদীতে বরফাচ্ছিদ এক প্রলেপ
আমি সেই শর না ভেঙ্গেই রোজ শীতের পাখি হই
এখন ভাবাযাক ডাঙ্গায় বসে আছে কে এবং কেউ কি আসবে?
বাতি নিভিয়ে দিলে জড়রা প্রান পাবে আমাদের লোশন মাখামাখিতে
(২)
হিমাঙ্কের নিচে শহর ডুবে গেলে আমি সরাইখানায় যাই
তখনো আমার চোখে তুষার আর সাপেদের চোখে গনগনে আগুন
বিয়ার ভিজাঠোট সেখানে ইচ্ছাকৃত এক লখিন্দর
---------------------------------------
আল্লাইয়ার
২০ শে ডিসেঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।