আমাদের কথা খুঁজে নিন

   

ক্যনাডার বর্তমান অর্থনীতি, এখানে না আসাই শ্রেয়

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

ক্যনাডার অর্থনীতি খারাপের পথে এগুচ্ছে। কিছুদিন পূর্বেও (মাস ছয়েক হবে), বর্তমান প্রধান মন্ত্রী ও তার অর্থমন্ত্রী পুরো ক্যনাডাবাসীকে স্বগর্বে জানাচ্ছিলেন যে, "Unlike south of the border, our economy is strong and on sound footing. Our Banking systems are also fundamentally sound"। ক্যনাডার মুদ্রামানও প্রায় সময়েই আমেরিকান ডলারের সমপর্যায়ে থাকতো। আমি ২০০৮ সালের প্রথম ভাগে ক্যলিফোর্নিয়াতে চুক্তিভিত্তিক চাকুরী করতে গিয়েছিলাম। চাকুরীর শুরু থেকেই ক্যলিফোর্নিয়ার বাসাবাড়ির বাজার পড়তির দিকে তা অনবরত শুনে আসছিলাম।

ক্যনাডার অর্থনীতি ৯০% শতাংশ আমেরিকা নির্ভর। যা হবার তাই হয়েছে। এখন ক্যনাডার মুদ্রামান আমেরিকান ডলারের তুলনায় কমে গেছে। গাড়ী সংযোজন স্থাপনা গুলো চলবে কি না সন্দেহ দেখা দিয়েছে। ওশাওয়ার মত একটি ছোট গাড়ী সংযোজন স্থাপনা নির্ভর শহর বিরান হয়ে যাবার মত অবস্থা।

২০০৯ সালেও ক্যনাডার অর্থনীতির উন্নতি হবার কোন সম্ভাবনা নেই। সুতরাং যারা অভিবাসন নিয়ে স্বতন্ত্র কোটায় এখানে আসার অনুমতি পেয়েছেন, তাদের ক্যনাডায় পুরো ২০০৯সালে না আসাই শ্রেয়। বিশেষ করে প্রযুক্তিবিদরা। জানা যায়, এখনও নতুন প্রযুক্তিবিদরা ৬০% উপর বেকার বা "অড জব" বা টুকটাক কাজ পাচ্ছেন বিধায় করছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।