উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
বিরোধী দল মিলে (লিবারাল, এনডিপি ও ব্লক কিউবেকোয়ার সমর্থন) স্বল্প সময়ে গদিতে বসা কনজারভেটিভ সরকারকে সরিয়ে দিবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। কারন মূলতঃ অর্থনীতি চাংগাকরনের পরিকল্পনা প্রদানে গদির সরকার ব্যর্থ হয়েছেন বলে বিরোধী দলসমূহের ধারনা। এই জন্য তিন বিরোধী দল একমত হয়ে স্বাক্ষর করেছেন। আগামী সোমবার তাদের (একত্রিত বিরোধী দল) অনাস্থা প্রস্তাব আনছে। প্রস্তাব পাশ হবার সমূহ সম্ভাবনা, কারন একত্রিতভাবে বিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
এ ক্ষেত্রে সরকারী দলের করনীয় কি?
- সংসদ ভেঙ্গে দেয়া? সেটা করলে জনগন ক্ষেপে যাবে, কারন মাত্র একমাস আগে নির্বাচন হয়েছে।
- সংসদ prorogue বা অনির্দিস্ট কালের জন্য মুলতবি ঘোষনা করা? যা করতে হলে জানা গেল গভর্নর জেনারেলের অনুমতি লাগবে। সেটা করলেও বিশাল সমস্যা, কারন অবিলম্বে বাজেট ঘোষনা করতে হবে। যেটা ঘোষনার বিলম্বই এই সংকটের একটি অন্যতম কারন বলা হচ্ছে।
সরকারী দলের অর্থ মন্ত্রী অর্থনীতি চাংগাকরনের জন্য অবশ্য একটি প্রস্তাব রেখেছিলেন।
সেটি ছিল জনগনের করের মাধ্যমে অর্থায়িত সকল রাজনৈতিক দলের মিলিয়ন ডলার অর্থায়নের পরিমান হ্রাস করন। সেটাও একটি কারন হতে পারে।
বর্তমান প্রধান মন্ত্রী স্টিফেন হারপার নির্বাচনের পূর্বে ছ' মাস আগে বলেছিলেন ক্যনাডার অর্থনীতি সীমানার দক্ষিনের ন্যয় নহে (মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ধৃতির জন্য ক্যনাডার জনগন এই শব্দ/বাক্য ব্যবহার করে থাকে)। আরও বলেছিলেন ক্যনাডার বাজেট উদ্ধৃত অবস্থায় আছে।
আজ ছ' মাস পর সব ক্যনাডার জন্য অসত্য (মিথ্যা বলা যাবে না) প্রমানিত হয়েছে।
দেখা যাক কি হয়।
(ছবিঃ গুগল থেকে নেয়া)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।