উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
ভাবছেন ''চাঁদাবাজি'' আবার আইনসম্মত হয় কি ভাবে, ''চাঁদাবাজি'' কে ''চাঁদাবাজি''ই বলতে হবে। এই ''চাঁদাবাজি'' সন্মন্ধে যা লিখছি তা একান্ত আমার ব্যক্তিগত মতামত। এই মতামতের সংগে ক্যনাডা সরকার এবং সংশ্লিষ্ট পক্ষ দ্বিমত পোষন করতে পারেন। আমি আমার নিজস্ব বিশ্লেষনে ও নির্ণয়ে ''চাঁদাবাজি'' ই বলব। যেহেতু এই বিশ্লেষনধর্মী রচনাটি আমার একান্ত নিজস্ব মতামত, সেহেতু ''চাঁদাবাজি'' শব্দটি এই রচনা সবসময় কোটেশানের রাখা হবে।
প্রথমটা যেটা সেটা আপনার নিজস্ব ব্যবহারের গাড়ীর জন্য বীমা সন্মন্ধে। বলতে পারেন, ক্যানাডাতে বিশেষ করে টরন্টোতে নতুন গাড়ী চালকের বাৎসরিক গাড়ীর বীমা কত হতে পারে?
একশত ডলার,
দুইশত ডলার ...
বড় জোড় তিনশত ডলার।
ভেবে অবাক হবেন যে ক্যনাডায় আপনি নতুন গাড়ীর চালক হিসাবে আপনাকে মাসে তিনশত ডলার দিতে হবে। তাও আবার ''তৃতীয় পক্ষ'' বীমা পুরোনো গাড়ীর জন্য। নতুন গাড়ীর জন্য আমার জানা নেই।
দিতে হবে মানে? আপনি দিতে বাধ্য। একবার স্বাক্ষর দিয়ে ফেললে ইলেক্ট্রনিক প্রযুক্তিতে কারবার সহজিকরনে আপনার ব্যংক একাউন্ট থেকে সয়ংক্রিয়ভাবে এই পরিমান বিয়োগ হতে থাকবে বীমা প্রতিষ্ঠানের পক্ষে। নতুন টরন্টোতে নতুন আগমনে এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তবিক পর্যায়ে অধিকাংশের সাথে হয়েছে। এটাই পুঁজিবাদিদের চয়নকৃত কিছু সংখ্যকের জন্য পুঁজি বৃদ্ধির সহজ কৌশল। তার ওপর যে কেউ বীমা কোম্পানী খুলতে পারবে না।
বীমা ছাড়া গাড়ী চালানো এখানে ফৌজদারি অপরাধ।
টরন্টোতে আট আসন বিশিষ্ট যন্ত্র চালিত মটরগাড়ী গুলো সবই একই বীমার আওতাধীন। শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে একজন চালক তার নিজের গাড়ীটি চালাতে পারবেন না, তা তিনি যত দক্ষ চালকই হোন না কেন। আসুন হিসাব করি বীমা কোম্পানীরা মাসে কত বীমা বাবদ কত আায় করছেন।
তিরিশ লাখ অধিবাসী অধ্যুসিত টরন্টোতে গাড়ী আছে ধরুন পাঁচ লাখ (৫,০০,০০০)
ক) ৫,০০,০০০ x ৩০০ = ১৫,০০,০০,০০০ (অর্থাৎ পনেরো কোটি ডলার, অফেরতযোগ্য আয়)
যদি দৈনিক একটা মটরগাড়ী দুর্ঘটনা হয়, এবং তার জন্য যদি বীমা প্রতিষ্ঠান নুন্যতম ২০,০০০ ডলারও ক্ষতি পুরন দিয়ে থাকে, তা হ'লে মাসে ব্যয়ঃ-
খ) ২০,০০০x৩০(দিন)= ৬,০০,০০০(ছয় লক্ষ ডলার)
গ) প্রশাসনিক ব্যয় ----- = ১,০০,০০০(এক লক্ষ ডলার)
----------------------------------------------------------
ঘ) মোট ব্যয় ৭,০০,০০০(সাত লক্ষ ডলার)
----------------------------------------------------------
ঙ) নীট মুনাফা
ক) – ঘ) ১৪,৯৩,০০,০০০(চৌদ্দ কোটি তিরানব্বই লক্ষ ডলার) মাসে।
তবে আপনি আমি এই সুন্দর সহজ ব্যবসা করতে পারবো না, এটা নিশ্চিত।
এর ওপর রয়েছে বীমা কোম্পানীর একচেটিয়া বীমার কিস্তির অর্থ বর্ধনে(অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধিই করা হয়) অথবা হ্রাসকরনের একচেটিয়া ক্ষমতা। ২০০৪ সালে রেডিও তে একবার এক বীমা কোম্পানীর মুনাফা প্রকাশ করে শ্রোতাদের কাছে মতামত জানতে চাওয়া হলে এক শ্রোতা মন্তব্য করেছিলেন ''Obscene Profit''
এর পর থেকে বীমা কোম্পানীর মুনাফা ঢালাওভাবে প্রকাশ করা হয় না। বীমা কোম্পানীগুলো বিনা সংকোচে রাষ্ট্রীয় সহায়তায় ''Obscene Profit'' করেই যাচ্ছেন। যার অন্যতম কারন হিসাবে আমি টরন্টোতে নিজের গাড়ী বিক্রি করতে বাধ্য হয়েছি।
ওটাই ছিল এই ব্লগে আমার প্রথম রচনা।
তবে পুরোনোদের কাছ থেকে শুনেছি বীমার কিস্তি অর্ধেক, তাতেও লাভ কিন্তু মাসে সাত কোটি ডলার। যদি এক চতুর্থাংশ ও নেয়া হয়, (যেটা শুনেছি যুক্তরাষ্ট্রের হার), তাতে মাসে মুনাফা তিন কোটি ডলারের ওপরে।
কি মনে হয়, আইনসম্মত ''চাঁদাবাজি'' নয় কি?
ছবি গুলো প্রথমটা ''আই ৫'' এর বেকার্সফিল্ড থেকে লস এঞ্জেলেস যাওয়ার পথে।
তিন চাকার পরবর্তী দুটো ''Carver'' এর, কার 'কম্ফোর্ট' ও মটরসাইকেলের 'ম্যনুভারাবিলিট'
চতুর্থ ও পঞ্চমটি 'হাইব্রিড' কার এর ( তার মধ্যে 'প্রাইমাস' শেসোক্তটা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।