আমাদের কথা খুঁজে নিন

   

ভোটের আগে বিচারের ১০০ ভাগ অঙ্গিকার চাই



ভোট হইলো সামনে। তাই নিয়া আমার ঘরে যত্তসব অশান্তি। আমার শশুরমহাদয় সেই বিশেষ দলের সমর্থক যে দলে কিনা রাজাকার আছেন। আমার বউরে আমার শশুর কইছে সে যাতে চারদলরে ভোট দেয়। আমি হেই লইয়া চিল্লাইলাম।

আমার বউ তার বাপরে ফোন দিয়া কইলো, আব্বু আমি যারেই ভোট দেই সেটা আমার কাছে বড় না....দেশের চেয়ে আমার কাছে ঘর বড়। ঘরে শান্তি আমার দরকার। তাই ভোট দিমু তোমাদের জামাই যাকে বলে তাকেই। আমার বউরে ধইন্যবাদ। রাজাকার পার্টি থেকে পদত্যাগ করার জন্য।

[যদি শশুররে পারতাম!!!] তয় আমার বউ একখান খাটি কথা কইছে। তা হইলো, নির্বাচনে যেই জিতুক সে যদি রাজাকারদের বিচার না করে........তখন তোমরা যারা চিল্লাইতাছো তারা কি করবা??? যুক্তিযুক্ত প্রশ্ন। বিচার যদি না হয় তহন আমরা কি করুম? তাই বউ কইছে, রাজাকারদের বিচার হবেই ভোটের আগে চাই ১০০ ভাগ অঙ্গিকার........................ তাই আমিও কইবার চাই...............ভোটের আগে চাই বিচারের ১০০ ভাগ অঙ্গিকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।