আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের ফাঁসির দাবী BD BLACK HAT HACKERS ..এর

সত্য কথাটাই বলতে চাই..........যতই অপ্রিয় সত্য হোক ১৬ কোটি মানুয়ের সাথে একাত্বতা জানিয়ে প্রতিবাদ এ নেমেছে BANGLADESH BLACK HAT HACKERS. যেহেতু বিডি ব্ল্যাক হ্যাট এর মূলনীতি হলো বাংলাদেশী সাইট এর কোন ক্ষতি করা যাবনা, এবং দেশীয় সাইট রক্ষার পাশাপাশি বিদেশী আক্রমন রক্ষা করা। সুতরাং সাইট হ্যাক করে প্রতিবাদ জানানো সম্ভব নয়। তাই আমরা রাজপথে নেমে এসেছি। সবাইকে আহবান করবো, আসুন ঘরে বসে না থেকে প্রতিবাদ করি. যারা ঢাকা আছেন তারা চলে আসুন শাহবাগ এ, যারা চট্টগ্রাম আছেন তারা চলে যান প্রেস ক্লাব চত্বরে। আমাদের প্রায় সব সদস্যরা আছেন, আপনাদের সাথে।

আমাদের মিডিয়া গ্রুপ এ শুরু হয়েছে রাজাকারের বিরুদ্ধে প্রতিবাদ বিষয়ক ইভেন্ট। আপনারা চাইলে ওইকানে জানিয়ে আসতে পারেন। নিচে লিংক দেয়া হলোbr /> BBHH Media wing group আমাদেরফ্যান পেইজ ও আপনারা মতামত জানাতে পারেন। BBHH Fan page আজ ১৬ কোটি মানুষের সাথে আমরাও রাজপথে। একটাই দাবী, রাজাকারের ফাঁসি চাই।

যারা আমার ভাই-বোন, মা-বাবাদের হত্যা করে, যারা হার মানায় কালিযুগের র্ববতাকেও, তাদের কে আর বাংলার মাটি সহ্য করবেনা। তাদের ধৃষ্টতা দেখে হতবাক হয়ে গেলাম!!! তারা আজ আবারও আমাদের মুখে চুনকালি লাগিয়ে গেল বিজয় চিন্হ দেখিয়ে!!! আমরা তরুণ সমাজ এটা কিছতেই মুখ বুঝে সহ্য করবোনা। বাংলার মাটিতে এই নরপশুদের বিচার আমরা করেই ছাড়ব। আমরা হার মানতে জানিনা। জয় আমাদের হবেই।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.