আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

কিছু প্রাক কথা: ইদানিং প্রায়ই কপিরাইট আইন, পাইরেসী প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি। মাঝে মধ্যে নিজেদের প্রয়োজনে চুরি করে হলেও বিভিন্ন সাইট থেকে লেখা/ছবি/গান/ইবুক প্রভৃতি নামিয়ে দেখি।

তখন চুরি করা হচ্ছে জেনেও আমরা তা ব্যবহার করি অন্য উপায় নেই এই কথা বলে। আবার অন্য দিকে উক্ত ছবি/গান/ইবুক প্রস্তুতকারকরাও যেনো খলনায়ক হয়ে অবতীর্ন হন এবং পাইরেসী বিরোধী আন্দোলন শুরু করে। তাহলে কি আমাদের ব্যক্তিগত ব্যবহারের কোন উপায় থাকবে না? কপিরাইটের বাধনে আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকবো? এই পরিস্থিতিতে আজ থেকে ছয় বছর পূর্বে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ল’ অধ্যাপক লরেন্স লেসিং কপিরাইট বিষয়টিকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন। তিনি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের খসড়া তৈরি করেন যা ব্যবহার করে স্বত্তাধিকারী তাঁর সৃজনশীল ছবি/লেখা/গান/ইবুক প্রভৃতির ব্যবহার নিয়ন্ত্রন করতে পারবেন সেই সাথে কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহারকারীদের উন্মুক্ত ব্যবহারের অধিকার নিশ্চিত করতে পারবেন। এই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটি সম্ভাবণাময় দ্বার খুলে গেলো, পূর্বে কপিরাইট আইনে যেসকল বিষয়ে বাধা ছিলো তার অনেকগুলোই বিশেষ ক্ষেত্রে সীথিল হয়ে যায় (উদাহরণসরূপ: অনলাইনে বিনামূল্যে বিতরণ)।

যেখানে কপিরাইট আইনে ছিলো “ALL RIGHTS RESERVED.” সেখানে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে হলো “SOME RIGHTS RESERVED.”। স্বত্তাধিকারী সহজেই উল্লেখ করতে পারবেন তিনি কি কি বিষয়ে তার সৃষ্টিকর্মের ব্যবহার উন্মুক্ত করে দিবেন। এই ছয় বছরে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কপিরাইট আইনের বিকল্প হিসেবে কপিরাইট আইনের সীমাবদ্ধতাকে দূর করেছে। পৃথিবীর ৫০টিরও বেশি দেশে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে লক্ষাধিক প্রজেক্ট নিবন্ধিত হয়েছে। আজ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ৬ বছর পূর্তী উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন স্থানে (মোট ১৪টি শহরে) বিভিন্ন সচেতনামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আসুন আমরাও উদ্যোগ গ্রহণ করি আমাদের দেশের মানুষকে কপিরাইট আইনের প্রতি বিরুপ মনোভাব সৃষ্টির বদলে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স সম্পর্কে সচেতন করে তুলি যাতে তারা নিজেরাও তাদের প্রভৃতি সৃজনশীল কর্ম ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে প্রকাশ করেন এবং ক্ষেত্র বিশেষে যাতে উন্মুক্ত ব্যবহার নিশ্চিত করতে পারেন। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের উপর একটি ভিডিও চিত্র http://www.youtube.com/watch?v=2BESbnMJg9M এক নজরে ক্রিয়েটিভ কমন্স এর লাইসেন্সগুলো: ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে মূলত তিনটি অংশ রয়েছে, by (attributes) মূল স্বত্তাধিকারীর নাম প্রকাশ, nc (non-commercial) অবাণিজ্যিক ব্যবহার, nd (non-derivatives) অপরিমার্জনীয়। এছাড়াও রয়েছে sa (share alike) একই লাইসেন্সের অধীনে। এই তিনটি অংশ নিয়েই ছয়টি লাইসেন্স তৈরি হয়েছে by মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক/অবাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এবং সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব।

by-nc মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে অবাণিজ্যিক যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে এবং দরকারে সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব। by-nd মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক/অবাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য তবে কোনরূপ পরিবর্তন/পরিমার্জন করা যাবে না। by-sa মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে। বাণিজ্যিক/অবাণিজ্যিক উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য এবং সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব।

তবে এক্ষেত্রে সকল উদ্ভূত (derivatives) সৃষ্টিকর্মই একই লাইসেন্সের (by-sa) নিচে প্রকাশ করতে হবে। by-nc-nd মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন অবাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কোনরূপ পরিবর্তন পরিমার্জন অনুমেদিত নয়। by-nc-sa মূল স্বত্তাধিকারী/সৃষ্টিকারীর নাম ও কৃতজ্ঞতা প্রকাশ করে যেকোন অবাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করা যাবে। সুবিধাজনকভাবে পরিবর্তন/পরিমার্জন সম্ভব তবে এক্ষেত্রে সকল উদ্ভূত (derivatives) সৃষ্টিকর্মই একই লাইসেন্সের (by-nc-sa) নিচে প্রকাশ করতে হবে।

উল্লেখ্য আমার সকল লেখা cc: by-nc-sa লাইসেন্সের অধীনে প্রকাশিত। (লেখার আইডিয়া শাবাব ভাইয়ের। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.