আমাদের কথা খুঁজে নিন

   

এ লেটার টু ক্রিয়েটিভ ক্যাপিটালিজম!



আমরা জানি, তুমি আমাদের সমস্ত গোপনের মা বাপ। আমরা যা জানি এবং যা জানি না, তার অনেক কিছুই তোমার নখদর্পণে, কেননা তোমাকে অনেক কিছুই জানতে হয়, আসলে টিকে থাকার জন্য শেষ মূহূর্তে এসে অনেকেই অনেক কিছু করে, করতে হয়, যদিও শেষ রক্ষা সকলের হয় না, তবে আমরা চাই তোমার একটা গতি হোক, তোমার উপর আমাদের গভীর আস্থা; তবু দু'একটি কথা না বললেই নয় সোনা! যদিও আমরা জানি তুমি আমাদের সমস্ত গোপনের মা-বাপ, কিন্তু জানোতো বেবী, সকলেরই কিছু কথা থাকে, এই যেমন ধরো আমরা দিতে কিন্তু তোমাকে কম দিইনি, আমরা তোমাকে কি না দিয়েছি! হিরোসিমা, নাগাসাকি, ডি ডে, বাস্তিল-বার্লিন, এমনকি সেদিনের গুয়ানতানানামো, আবু ঘারিব, আর হাতে-গুণা প্রায় দুই দুইটি শতাব্দী, এর সবই কিন্তু আমরা তোমাকে দিয়েছি, কি দিইনি ? -না, না, এমন বিচলিত হওয়ার কিছু নেই, আমরা এখনো এভাবে হিসেব করতে অভ্যস্ত নই, কিন্তু তারপরও তো একটি কথা থাকে সোনা-মানিক! আমাদের উঁচুদরের মর্টগেজ আর ইন্স্যুরেন্সের পুজি ও পথ্যে, আমাদের সংখ্যাগরিষ্ঠের লুণ্ঠিত সম্ভাবনার সম্মিলিত সমৃদ্ধিতে, গায়ে-গতরে গত দেড়শ বছরে বেশ বেড়ে উঠেছো তুমি, যুদ্ধের দামামা বাঁজতেই আমরা প্রতিনিয়ত দেখতে পাই তোমার বিস্মিত সুঠাম শরীর- কিন্তু যখন প্রশ্ন আসে আমাদের মৌলিক রুটিরুজী'র, অত্যাবশ্যকীয় কর্মসংস্থানের, তখন দেখি তুমি কি অক্ষম, কত্ত অসহায়! আচ্ছা, তুমি সত্যি করে বলোতো, তোমার ক্রিয়েটিভিটি কি এতই নীচে নেমে গেছে যে তুমি আমাদের সামান্য রুটি-রুজী'র, একটু সম্মান জনক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছো না! ক্রিয়েটিভ ক্যাপিটালিজম, বলোতো বেবী, সত্যি করে? তবে কি তা-ই সত্য যা ভাসছে বাতাসে, তুমি কি এখন তোমার ক্রিয়েটিভিটির সর্বশেষ প্রান্তে দাঁড়িয়ে! ক্রিয়েটিভিটির প্রথম ও প্রধান কাজ হলো প্রতিপক্ষ এবং পরিত্রাতার সন্ধ্যান করা, অথচ তুমি নিজেই তোমার চৌকষ প্রতিপক্ষ, কেননা কবিতার প্রতিপক্ষে কেউ জেতে না কখনো, আর একমাত্র কবিতা-ই পরম পরিত্রাতা। প্রিয় ক্রিয়েটিভ ক্যাপিটালিজম! হ্যা, আমরা এতক্ষণ কবি ও কবিতার কথা-ই বলছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।