আমাদের কথা খুঁজে নিন

   

শিবির সভাপতির বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকার দ্রুতবিচার হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ২৬ জুন দিন রাখেন।
মামলার আসামিদের মধ্যে দেলওয়ারসহ গ্রেপ্তার ৪১ জন নিজেদের নির্দেষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। বিচারক তা নাকচ করে আসামিদের বিচার শুরুর আদেশ দেন।
আর পলাতক ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়।
গাড়ি ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে গত ২৮ জানুয়ারি মতিঝিল থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ।
গত ২৮ জানুয়ারি মতিঝিলে জামায়াতে ইসলামের নেতাদের মুক্তির দাবিতে শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় এ মামলা দায়ের করে পুলিশ।
গত ৭ ফেব্রুয়ারি দেলওয়ারসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।
আসামিদের পক্ষে এস এম কামাল হোসেনসহ কয়েকজন আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন।
এদিন রেলওয়ে থানা ও সাভার থানার দুই মালায় দেলওয়ারের রিমান্ড শুনানির কথা থাকলেও তাকে এজলাসে হাজির না করায় তা পিছিয়ে যায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.