যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
আজ সকালের বিজয় দিবসের র্র্যালী থেকে------
ধবধবে সাদা টি-শার্ট এর বুক জুড়ে লেখা বাঁধ ভাঙার আওয়াজ আর
মনের কথা যখন তখন, ইচ্ছে মতন
বাংলা ভাষায়, বাংলা ব্লগে
সাথে সামহোয়্যার ইন ব্লগ এর লোগো আর সাথে ব্লগের ইউআরএল । সাদা টি-শার্টের পিঠ জুড়ে লেখাঃ
বিজয়ের আনন্দে মাতি
বাঁধ ভাঙার
উচ্ছ্বাসে
সামহোয়্যারের লোগার রঙ ব্যবহার করে একটা সাদা ব্যানার জুড়ে বড় বড় অক্ষরে লেখাঃ
বিজয়ের চেতনা ছড়িয়ে পড়ুক হৃদয়ে হৃদয়ে
সাথে বেশ রঙ-চঙে কিছু ফেস্টুন । ফেস্টুন গুলোতে শোভা পাচ্ছিল কিছু শ্লোগান-
আপন ভাবনা ছড়িয়ে পড়ুক বিজয়ের উল্লাসে
বিজয় দিবসে বিজয়ের চেতনা সম্মুন্নত রাখার অঙ্গীকার করি
বিজয়েল দ্যুতিতে আলোকিত হোক আমাদের মনন
বিজয় দিবসে বিজয়ের চেতনা
সাথে এমন আরো বেশ কিছু শ্লোগান ।
বিশেস দ্রষ্টব্য কিংবা পুনশ্চঃ
খুব সাবধানতার সহিত ছবিগুলো ব্যবহার করা হইয়াছে এবং চেষ্টা করা হইয়াছে কেহ যাহাতে বেশী কিংবা কম হাইলাইটেড না হন । কিন্তু এই ছবির চরিত্রের সহিত যদি কেহ কোন বাস্তব চরিত্রের মিল পান তাহা কেবল কাকতাল মাত্র কিংবা দর্শকের উর্বর মস্তিষ্কের কল্পনা প্রসূত ভাবনা ছাড়া আর কিছু নয় । কাহারও চেহারার সাথে মিলিয়া গেলে লেখক দায়ী নহে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।