ভূল করে আমার ল্যাপটপের "রিকভারী ম্যানেজার" প্রোগ্রামটা চালানো হয়েছিল, ফলাফল যা হবার তাই হয়ে গেছে।
নতুন করে সি ড্রাইভে উইন্ডোজ ভিসতা (হোম এডিশন) সেটাপ হয়ে গেছে। যার ফলে আমার সি ড্রাইভের সব ফাইল মুছে গেছে।
যে খানে আমার নিজের তোলা প্রায় ২/৩ গিগা ছবি ছিল।
এখন কি করে সেই ছবি গুলো উদ্ধার করতে পারি? কারা কোনো উপায় জানা থাকলে দয়া করে পরামর্শ দিন।
অনেক কষ্টের তোলা ছবিগুলো
আমি অবশ্য PC INSPECTOR™ File Recovery 4.x সফটওয়ারটা চালিয়েছি, মুছে যাওয়া কোন ফাইল দেখছি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।