পরিবর্তনের জন্য লেখালেখি
একটা প্রশ্ন দিয়েই শুরু করি । খালেদা জিয়া ছাগুরাম এর জন্মদিন ১৫ই অগাস্ট পালন আর ব্লগ দিবস ১৬ই ডিসেম্বর পালনের অপদেষ্টা কি একই ব্যক্তি নাকি ? এই ফাজলামোটা কার মাথা থেকে বের হয়েছে ?
ধরুন , আপনার মায়ের মৃত্যু হয়েছে ১২ই জানুয়ারী । এদিনটি আপনি এতদিন মিলাদ পড়ে, দোয়া করেই কাটাতেন । এখন আপনার বোনের কিংবা কন্যার বিয়ের দিনটি কি এই একই দিনে নির্ধারন করবেন ? যদিও জানেন , আপনার মা খুশিই হতেন বেঁচে থাকলে তার প্রিয় কন্যা কিংবা নাতনীর বিয়ে উৎসব দেখে , তাই না? এইটা জেনেও আমরা শোকের সাথে উতসবকে খিচুড়ি বানানো পছন্দ করি না । কেন করি না ? কারন, এতে দুইটি ভিন্নধর্মী ঘটনার প্রতিটির মূল্য কমে যায় , সাদা আর কালো স্পষ্টতা হারিয়ে ভীষন ধুসর হয়ে ওঠে আর যে কোন মানুষকেই জিজ্ঞেস করুন, তারা স্বীকার করবেন , কারো মৃত্যুর ভাব গাম্ভীর্য ও তার প্রতি শ্রদ্ধা দেখানোর দিনে খুশি উদযাপন ঠিক মানায় না ।
ঠিক যেমন মানায় না মসজিদের পাশে উলঙ্গ নৃত্যের আয়োজন । ঠিক যেই কারনে আমরা কবরের উপরে বাড়ি বানাই না । কিংবা কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বন্ধ করে দেই গান পিকনিকের বাসে । নাহ, আইনত কোন বাধা নেই । কিন্তু , বাধা আসে ভেতর থেকে ।
আসে ভদ্রতা , সভ্যতা , শ্রদ্ধা , ভালোবাসার কারনে ।
বিজয় দিবসকে দেখলাম কেউ কেউ শুধু একটা দিবস বানিয়ে ফেলেছেন । যুক্তিটা সুন্দর । বাংলার বিজয়ের দিনে বাংলা ব্লগের জন্মদিন কিংবা ব্লগ দিবস , পালন করতে সমস্যাটা কি ? সাদা চোখে , দুটোই তো উতসব , আনন্দের দিন ।
হ্যাঁ, আনন্দের দিন ।
সত্যি । কিন্তু , প্রথম ঘটনাটার সাথে লাখ লাখ পরিবারের আত্মত্যাগ জড়িত । একটা জাতির বিজয় জড়িত । ৯ মাসের গণহত্যার অবসান জড়িত । নির্যাতন ক্যাম্পে ক্যাম্পে লাখ লাখ বাঙালী নারীর ধর্ষনের অবসান জড়িত ।
মাত্র দুই দিন আগে বাঙালী জাতিকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্র আবিষ্কার জড়িত । মাইলের পর মাইল সবুজ বাংলার বুকে লাখ লাখ মানুষের রক্তে লেখা " জয় বাংলা " জড়িত ।
১৬ই ডিসেম্বর শুধুমাত্র টেলিভিশনে শিশু কিশোর মেলা , একদিনের হৈ হুল্লোড় , পতাকা হাতে রাস্তায় গান গাওয়া নয় ; আমি দুঃখিত এটি কেবল একটি "আনন্দ ফুর্তির" দিন নয় --- একটা মুক্ত দেশে স্বাধীনতার পতাকা হাতে মাথা উঁচু করে স্বগর্বে পদচারনা আমরা কেন করতে পারি , কি ভাবে পারি , কাদের জন্য পারি --- তা মনে করার দিন ।
তার সাথে নেটে একটি বাংলা ব্লগ সৃষ্টি করার তুলনাটা এত হাস্যকর , আমি আর তার ভিতর গেলাম না। স্বাধীনতা কিংবা যুদ্ধ বিজয়ের সাথে ব্লগ দিবস পালনের আসল সম্পর্কটা কি? ঠিক কোন ব্যাপারটিকে আমরা উদযাপন করতে চাইছি ? ব্লগ না বাংলাদেশের বিজয় ?
যদি , বাংলা সংস্কৃতির , ভাষার অংশ হিসেবে বাংলা ব্লগ কমিউনিটি বিজয় দিবস উদযাপন করতে চায় , আমার কোন আপত্তি নাই ।
ব্লগাররা বিজয় দিবস পালন করছেন , দেখে ভালো লাগবে । সাথে সাথে বাংলা ব্লগ ও ব্লগিং এর ফ্রি মার্কেটিং হয়ে যাবে । লাভই লাভ । বাঙ্গালী এবং ব্লগার -- দুই হিসেবেই আমি সানন্দে সমর্থন দিতে চাই ।
কিন্তু , বিজয় দিবসের দিনে ব্লগ দিবস ? এটার প্রয়োজন বোঝা গেলো না ।
আমার জানা মতে , বিশ্ব ব্লগ দিবস পালন হয়ে আসছে ৩১শে অগাস্ট এবং তাতে সারা পৃথিবীর সকল ব্লগাররাই অংশগ্রহন করেন স্বতঃস্ফুর্ত ভাবে । তাহলে , এই ১৬ই ডিসেম্বরে ব্লগ দিবসটা কোন দিবস ? ব্লগ দিবস তো হতে পারে না । ওটার নিবন্ধন ৩১শে অগাস্ট হিসেবে হয়ে গেছে । তাহলে কি ? বাংলা ব্লগ দিবস ? সেটাই বা কি ভাবে হবে ? বাংলা ব্লগ যত আছে এখন , সামহোয়ার ইন , আমার ব্লগ , প্রথম আলো ব্লগ , বিডি নিউজ ২৪ ব্লগ --- এদের ভেতর এক সামু ছাড়া আর তো কেউ ১৬ই ডিসেম্বর যাত্রা শুরু করেনি । তাহলে কি আমরা এখন থেকে ভিন্ন ভিন্ন চার পাঁচটা ব্লগ দিবস পালন করবো ? সামুর জন্মদিন তো আর সবার জন্মদিন হতে পারে না ।
তাহলে কি ? জন্ম নয় ? বাংলা ভাষাকে উদযাপন করা দরকার ? উত্তম প্রস্তাব । তো কাঙাল ভায়েরা কেন ভুলে যাচ্ছেন , বাঙাল রক্ত দিয়ে তার প্রাণের ভাষাকে অবিস্মরণীয় করেই রেখেছে । ২১শে ফেব্রুয়ারী তাই বিশ্ব মাতৃভাষা দিবস । ফেব্রুয়ারীর সারা মাস জুড়েই ভাষা ও সংস্কৃতিগত নানান উৎসব চলে । সুতরাং বাংলা ভাষা ও নেট প্রযুক্তি তথা কমিউনিটি ব্লগিং উদযাপনের সেরা সময় হবে ফেব্রুয়ারী ।
এতে বাংলা ব্লগিং এর ফ্রি মার্কেটিং পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি । বইমেলার মাঠে দাঁড়িয়ে টিভি কভারেজ পাওয়াটাও সহজ ।
এত সব সুবিধা বাদ দিয়ে ব্লগ জুড়ে ক্যাও ম্যাও করতে যাদের দেখলাম , দ্রুত দৃষ্টিতে তাদের একটি বিশেষ গোষ্ঠী- যাদের আমরা ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর বাংলা প্যাদানি দিয়েছিলাম - এর লেজুড় হিসেবে চেনা যাইতেছে । এখন , যেহেতু এই দিনটা তাদের জন্য , তাদের বরাহ নন্দন পিতারদের জন্য , রাক্ষসগর্ভা মাতাদের জন্য একটি ভীষন রকম বেদনার দিন , এইটাকে বিজয় দিবস ব্যাতিত অন্য যে কোন দিন হিসেবে পালন করতে তারা বড়ই উদগ্রীব হইবে , এইটা বলা বাহুল্য । নিরস্ত্র বাঙ্গালী মুক্তিযোদ্ধাদের হাতে সশস্ত্র পাকি আব্বাদের মাথা হেট করে , দুই পায়ের মাঝখানে ন্যাজ নুকিয়ে কেঁউ কেঁউ করতে করতে আত্মসমর্পন করার দিনটিকে "ব্লগ দিবস " আখ্যা দিয়ে নজর অন্য দিকে ফেরানোর চেষ্টা করে অবশ্য কোন লাভ এই ছাগুদের হবে না ।
কারনটা খুব সোজা । একখান গপের কথা মনে করাই দেই । কোলাব্যাঙ এর গপ । ঐ যে , যেই পাতকুয়ার ব্যাংটি নিজেকে সকলের চেয়ে বড় প্রমান করতে গিয়ে গাল ফোলাতে ফোলাতে শেষ পর্যন্ত ফেটে পড়েছিলো , সেই ব্যাঙ বেচারার কথা একটু মনে করেন । একটা ব্লগিং সাইট তৈরী করার মাহাত্ম্যকে ফুলিয়ে ফাপিয়ে যতই বড় করা হোক , ছাগুরামের দল , বিজয় দিবস এর চেয়ে বড় করা যাবে না ।
তোদের কাঁটাল পাতা চিবানো মাথায় এইটা অবশ্য নাও ঢুকতে পারে । কিন্তু , সত্যিটা হলো , সামহোয়ার ইন ব্লগের শুরুটা ১৬ই ডিসেম্বর এ শুরু হয়েছিলো বিজয় দিবসের অসীম গৌরবের কয়েক ফোটা গায়ে মেখে একটা কঠিন পথের যাত্রা শুরু করতে । অস্তিত্বহীন ব্লগ নামের একটা বস্তুর হালে কিঞ্চিত পানি পেতে সেটাকে হাসি মুখে " জয়যুক্ত হও" বলে আশীর্বাদ করা যায় । কিন্তু , বিজয় দিবসকে ব্লগ দিবস বানানোর চেষ্টায় ছাগুরামদের চিৎকার দেখে সাগরের সামনে দাঁড়িয়ে পুঁটিমাছের আস্ফালনের কথা মনে পড়ে ।
কি তামাশা!
বিশ্ব ব্লগদিবস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।