আমাদের কথা খুঁজে নিন

   

সুবিধাবাদীদের ঠাই নাই, যুদ্ধপরাধীদের ফাঁসি চাই।

ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের আমন্ত্রণে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে হাজার হাজার সাধারন জনগণ শাহবাগ স্কয়ারে আজ একত্রিত হয়েছে। এই স্বতস্ফুর্ত আন্দোলনের সাথে একত্বতা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর মধ্যে উদিচী শিল্পী গোষ্ঠী, ঋষিজ শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রি, জাতীয় বাম মোর্চা, একতা ছাত্র সংঘ, প্রজন্ম একাত্তর,একতা যুব ফোরাম, স্বেচ্ছাসেবকলীগ, ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বোয়াব) আরো বিভিন্ন নাম না জানা সংগঠন সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে একাত্বরের যুদ্ধপরাধী ও মানবতা বিরোধীদের ফাঁসির দাবীতে সোচ্চার রয়েছে। এর মাঝে কিছু সুবিধাবাদীরা ভিড় করছে। আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

এত লোকের ভিড়ে মূল আন্দোলন কারীরা যেন জায়গা পাচ্ছে না। গতকাল শাহবাগ পাবলিক লাইব্রেরীর সামনে অন লাইন এক্টিভিস্টদের এক সমাবেশে যখন বক্তৃতা করছিলেন যুব সমাজের প্রতিনিধি তরুন সাংবাদিক ফারুক ওয়াছিফ তখন মাইক্রোফোন কেড়ে নেয় এক সুবিধা বাদী। অখ্যাত এই ভুইফোঁড় সংগঠন এর মাইক্রোফোন এতক্ষন অব্যবহৃত ছিল । যখন এই মাইক্রোফোনের সহযোগীতায় তরুন সমাজকে আন্দোলিত করা শুরু হলো তেল নেই অযুহাতে জেনারেটর বন্ধ করে মাক্রোফোন কেড়ে নিল। শত বুঝানের চেষ্টা করলাম আপনার ও আমাদের উদ্দেশ্য এক তবে কেন এই চলমান সভা থেকে মাইক্রোফোন নিয়ে নেবেন ।

আমি তাকে বোঝাতে সক্ষম হলাম না। এ ধরনের আরো অনেক সুযোগ সন্ধানী আছে যারা এই সুন্দর সুসংগঠিত জাতীয় আন্দোলনে বিশৃংখলা তৈরি বা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে । তাই আমাদের যেমন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে সোচ্চার থাকতে হবে তেমনি সাবধান থাকতে হবে ভুইঁফোড় সুবিধাবাদী সংগঠন থেকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।