আমাদের কথা খুঁজে নিন

   

দূরন্ত দূর্বার

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

দূরন্ত দূর্বার আমরা সবায় মুক্তির নেশায় জীবন বাজি রাখতে পারি শত্রুর বুকে লাথ্থি মারি আমরা সংগ্রামি শতো সংগ্রামি জীবন থেকে দেশটা অনেক দামী দেশের কল্যাণে উন্নয়নে রাখবো অবদান জনে জনে আমাদের শ্রমে বুনে সুজলা শস্য শ্যামলা ভরে উঠবে দেশটা শুধু আমাদের চেষ্টা। থাকবেনা কোন দুঃখ বেদনা থাকবেনা হাহাকার হাসি আনন্দে ভরে উঠবে জীবন আবার সুখে দুখে থাকবো পাশে দেশটাকে ভালোবেসে ভালোবাসা আছে বুকের ভিতর নির্মম হতে পারি শত্রুর উপর যদি আনে শত্রু হানা গুড়িয়ে দেবো শত্রুর আস্তানা সাবধান হুশিয়ার আঘাত এনোনা আর ফিরে যেতে পারবেনা যতো আছে শত্রু সেনা ছারখার করে দিবো আস্তানা এখন আর আমরা একলনা হাজার থেকে লক্ষ লক্ষ থেকে কোটি আজো বাড়িয়ে রেখেছি আমাদের হাতদুটি আমরা মরতে জানি আমরা বাঁচতে জানি অতন্দ্র প্রহরি লক্ষ কোটি জনতা এক হয়ে হয়ে গেছি একতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.