আমাদের কথা খুঁজে নিন

   

ধুসর পথের দূরন্ত পথিক........

অসীম চেতনায় যে চেতনা অবচেতন। ।

আমি হেটে হেটে ঘুরে বেড়াই পথ হারায়ে পথে হেটে,খুজি ফিরি তারে নিথর গর্মাক্ত বধনে,কেউ দেখে না ,কিছু বলে না,চুপ চাপ অপলক দৃষ্টি কি যেন খুজে তারা আমার চোখে। কিন্তু দুখানা চোখত আমার,শুধু খুজে ফেরে কাংখিত মুখ,সেই মুখ দেখার নেশায় আমি ঘুরছি হন্য হয়ে। কত মানুষ,কত জন তবুও দেখি না তারে।

মানুষ গুলো কেমন জানি,বোকা বোকা। আমার হাসি পায়। কেউ কিছু বুঝতে পারে না শুধু চেয়ে থাকে। আমি বুঝি না নাকি বুঝি তাও জানি না। পথে পথে ঘুরে ঘুরে জান, আমি বুঝার চেষ্টা করি ,কথা বলি ধুলির সঙ্গে,ওরাও বলে,অনেক কথা বলে ওরা।

সবাই নাকি শুধু মারায়ে যায় চেয়ে দেখে না। আমি ঘায়ে মেখে অনুভব করেছি উষ্নতা আর কোমলতা। আরও কত কি পেয়েছি আমি,শুধু পেলাম না তারে,আমার শান্তি। আর কত পথ কত দূরত্ব আমা্য় যেতে হবে আমি জানি না। তবে এই টুকু জানি ,গেমে যাওয়া গর্মাক্ত শরীরের স্নিগ্দতা ,ক্লান্ত মনের আকুলতা নিয়ে আমি বার বার ওঠে দাড়াব।

আমার এই চলা শেষ করব না আমিও ......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।