দ্য বেঙ্গলি টাইমস ডটকম
কমিউনিটি জার্নালিজমের অঙ্গীকার আর সত্য প্রকাশের দূরন্ত সাহস নিয়ে টরন্টো থেকে প্রকাশিত হবে নতুন ধারার বাংলা সাপ্তাহিক ‘বাংলা মেইল’। আত্মপ্রকাশের শুরুতেই বাংলা মেইল পরিবার মতবিনিময় করছে কানাডার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে। এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর টরন্টোর মিডনাইট সান রেস্টেুরেন্টে সমবেত হয়েছিলেন টরন্টোর বিশিষ্ট ব্যবসায়ীরা। আর এই সভা থেকে বাংলা মেইল পত্রিকার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনের ঘোষণা দেন বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক ও কানাডার টপ টুয়েন্টি ফাইভ ইমিগ্রান্টস পুরস্কারে ভূষিত মুসতাক আহমেদ। বাংলা মেইল পরিবারকে শুভেচ্ছা জানিয়ে মুসতাক আহমেদ বলেন, ঐক্যবদ্ধভাবে কাজের কোনও বিকল্প নেই।
কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। মূলধারার রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিতে অংশগ্রহণ ছাড়া কমিউনিটির উন্নয়ন সম্ভব নয়। আশা করি বাংলা মেইল মূলধারা এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে একটা সেতু হিসেবে কাজ করবে।
মতবিনিময় সভায় বাংলাদেশি কমিউনিটির প্রায় পয়ষট্রিজন বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন। বাংলা মেইলের অন্যতম পরিচালক শহিদুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার কামরুল হাফিজ, হোম লাইফ রিয়েল এস্টেট এজেন্ট আলম মোড়ল, গ্লোবাল কমের প্রধান সেলিম রহমান, টোটাল মর্টগেজ সলুশনের প্রধান আসাদ খান, রিম্যাক্স রিয়েল এষ্টেট এজেন্ট মজিবুর রহমান মোল্লাহ, এটিএন মিউজিকের আনোয়ার শামসুদ্দোহা, ঢাকা লার্নিংয়ের ইউসুফ তালুকদার, গ্রীক রেস্টুরেন্টের সিইও জহির আহমেদ, এ প্লাস একাডেমির প্রধান ড. বাদশা আলম, ইমিগ্রেশন কনসালটেন্ট ক্যাপ্টেন অব. শহিদুল ইসলাম, ওবেকস প্রেসিডেন্ট তাওহীদ নোমান, স্পাইকা কানাডার আবিদ চৌধুরী, আলম পিয়া স্কুল অব মিউজিকের প্রিন্সিপ্যাল আ.ফ.ম. আলীমুজ্জামান, রিয়েল এষ্টেট এজেন্ট শহিদ উদ্দীন, কে টি এন্টারপ্রাইজের এম এ তারেক, ইকো এন্টারটেইনমেন্টের ইউসুফ মোহাম্মদ, এলিট ফাইন্যান্সের নূপুর রায়, এইচকিউআর ব্লকের আনোয়ার হোসেন, সিএফএম ড্রাইভিং স্কুলের জামালউদ্দিন মিন্টু, সানলাইফ ফাইন্যান্সিয়ালের তানজীম সালেহা, কানন প্রপার্টিজের দেওয়ান ইস্রাফিল, এ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, কনকর্ড ফার্নিচারের আল আসাদ হাফিজ, কসমস কনসাল্টিংয়ের আনোয়ারুল কবির, পিপিআই ইন্সুরেন্স এজেন্ট ফখরুল চৌধুরী, এসিটি ফাইন্যান্সের চঞ্চল সাহা, আই এন থ্রি কনসাল্টিংয়ের আই রহমান, নেক্সটজেন ডাটার মঞ্জুর আহমেদ, সেঞ্চুরি টুয়েন্টি ওয়ানের রিয়েল এস্টেট এজেন্ট নাজারা রহমান।
বাংলা মেইলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের প্রেসিডেন্ট আব্দুল হালিম মিয়া ও দৈনিক ইত্তেফাকের কানাডা অফিস প্রধান, কবি সাইফূল্লাহ মাহমুদ দুলাল। বক্তারা বলেন, বাংলা মেইলের অগ্রযাত্রায় আমরা সবসময় পাশে আছি এবং থাকবো। বাংলা মেইলকে নিরপেক্ষতার সাথে কাজ করে যাবার অনুরোধ করেন সবাই এবং সকলপ্রকার সহায়তার আশ্বাস দেন। বাংলা মেইলের অন্যতম পরিচালক, ঢাকা সফটের প্রধান নির্বাহী রেজাউল কবির স্বাগত বক্তব্যে বলেন, এই পত্রিকাটি কমিউনিটির স্বার্থে কাজ করে যাবে। আরেক পরিচালক রাসেল রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এরপর সবাই নৈশভোজে অংশ নেন।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।