আমাদের কথা খুঁজে নিন

   

কোরবানির পশুহত্যা আর কম্যুনিজমের মানব হত্যা,তবুও ওরা কি??

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

আজকে পশুপ্রেমিরা খুব সচেতন। এরা খুবই মানবতাবাদি । এই নাস্তিক কম্যুনিষ্টারা মাত্র একশ বছরের মধ্যে যত লোক হত্যা করেছে,ক্রুসেডের ৩০০ বছরের মধ্যেও এত হয় নাই। প্রথমেই আসি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্টালিনের কথায়।

সে ছিল সোভিয়েত ইউনিয়নের কমিনিউষ্ট পর্টির জেনারেল সেক্রেটারি। ১৯২২ থেকে ১৯৫৩ সালের ৫ই মার্চ পর্যন্ত। তার শাসন আমলে সে টোটাল ২০ কোটি মানুষকে হত্যা করেছে। তাদের মধ্যে ১ কোটি ৪৫ লাখ হল যারা ক্ষুদার যন্ত্রনায় ও দূর্ভিক্ষে মারা গিয়েছিল। উইকি তে দেখুন, Click This Link কিলার ফাইল দেখুন, Click This Link মাওসেতুং এর ফাইল দেখুন, http://www.moreorless.au.com/killers/mao.html তাই অনেকে সে নিসংসতায় হিটলারকেও ছাড়িয়ে গেছে।

এবার আসি মাওসেতুং এর কথায়। সে ও প্রায় ১.৫কোটি থেকে দুই কোটি মানুষকে হত্যা করেছে। এই সোভিয়েত ইউনিয়নের সময় লাল বিপ্লবের জন্য কত মানুষকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে ও বিতাড়িত করেছে সাইবেরিয়ার ঠান্ডা জায়গায়। পোল্যান্ড,ইউক্রেন,উজবেকিস্তান,তাজিকিস্তান ও চেচনিয়ার মানুষেরা এখনো ভুলানি এইসব। আর কম্যুনিজমের রক্তাতের ইতিহাসের ডকুমেন্টরি দেখুন এখানে কিভাবে বিপ্লবের নামে কোটি কোটি মানুষের হত্যাকে জায়েজ করা হল।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।