ভারতের জাতীয় অনূর্ধ্ব-১৫ সাব-জুনিয়র ফুটবল প্রতিযোগিতার ফাইনাল শেষে মুম্বাইয়ের একটি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই প্রত্যাশা জানিয়ে এই ব্যাটিং-কিংবদন্তি বলেন, “আমি জানি ২০২২ সালে ভারতীয় ফুটবলে একটা বড় ঘটনা ঘটবে। আশা করি ভারত সে বছর বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এখন এটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিৎ। অগ্রজরা তোমাদের পথ দেখাবে। তাদের পদক্ষেপ অনুসরণ করো আর স্বপ্নের বাস্তবায়নের পথে এগিয়ে চলো।
”
“আমি তোমাদের একটা সাধারণ পরামর্শ দিতে পারি। খেলাটার প্রতি অনুরাগী হও। খেলাটাকে পাগলের মতো ভালবাসো। এটাই তোমাকে কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে। স্বপ্ন দেখো আর তা বাস্তবায়নে এগিয়ে যাও।
তা হলেই স্বপ্ন সত্যি হবে। ”
এ ব্যাপারে নিজের উদাহরণ তুলে ধরে টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকার বলেন, “ক্রিকেটের প্রতি অনুরাগের কারণেই আমি এত কিছু অর্জন করতে পেরেছি। আমি ক্রিকেটকে পাগলের মতো ভালবাসতাম, এখনো ভালবাসি। সেই সঙ্গে চার পাশের সবার সমর্থন ও ভালবাসা আমাকে শক্তি জুগিয়েছে, নিজের সেরাটা ঢেলে দিতে অনুপ্রাণিত করেছে। ”
“বলা যায় মাঠে নেমে ভালো খেলার সঠিক ক্ষেত্র আমার জন্য প্রস্তুতই ছিল।
গত ২৩ বছর ধরে আমাকে অকুণ্ঠে সমর্থন দেয়ার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।