শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিনো বেস্টের বলে চার হাঁকিয়ে ক্যারিয়ারের ৬৮তম অর্ধশতকে পৌঁছান টেন্ডুলকার। ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করেন এই ভারতীয় ব্যাটিং কিংবদন্তী।
চলতি বছর এটি টেন্ডুলকারের দ্বিতীয় টেস্ট অর্ধশতক। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮১ রান করার আট ইনিংস পর অর্ধশতক পেলেন বিদায়ী টেস্টে খেলা টেন্ডুলকার।
ওয়েস্ট ইন্ডিজের ১৮২ রানের জবাবে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৮৪ রান করেছে ভারত।
টেন্ডুলকারের সঙ্গে ৪১ রানে ব্যাট করছেন চেতেশ্বর পুজারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।