আমার কিছু মনে পড়া আছে
শরীর যদি ধারক হয় তবে
আমার কিছু শূন্যস্থানও আছে ।
আমার কিছু অন্যায় আছে
আছে এক অগ্নিদগ্ধ পরম্পরা
যার কিছু মনে পড়াও আছে।
যদি দেখ পথে পথে রক্তচিহ্ন
তবে জানবে এর নিচে ঘুমিয়ে
আমাদের হৃত সেই বোবা সংসার।
তাই শরীর যদি উপমা হয়
তবে অসঙ্গত হলেও তোমাকে
চাই খুলে বলি সেসব কথা ।
জানি তার আগে উত্তরের সব নীল পাহাড়
একদিন গলে গলে স্রোত হয়ে
পৌঁছে যাবে তোমার দরোজায় ।
তুমি নিঃসংগ আগুনের মত ততদিন
জেনে যাবে বেঁচে থাকা আসলে
শেষ হেমন্তের এই রাতটুকু মাত্র ।
***********
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।