আমাদের কথা খুঁজে নিন

   

স্যার আপনাকে ধন্যবাদ...আপনার শূন্যস্থান অপূরণীয়

ইমরান খান ঘুমাতে যাব বলে প্রস্তুত হচ্ছিলাম, বেডে যেয়ে মোবাইল দিয়ে নেটে গেলাম, হুট করে চোখের সামনে একটা খবর " হুমায়ুন আহমেদ আর নেই" । লিখাটা কয়েকবার পরলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার অনেক পছন্দের একটি মানুষ সম্পর্কে এমন কিছু পরতেছি। ছোট বেলা থেকে আমার গল্পের বই হোক বা পড়ার বই হোক, পরতে আমার তেমন ভাল লাগত না। ক্লাস ৫ এর দিকে আমার এক বন্ধুর বাসায় যাই, তার গল্পের বইয়ের সংগ্রহ দেখে আমি অবাক হই। তার সংগ্রহে সব থেকে বেশি ছিল "হুমায়ুন আহমেদ" নামক একজন লেখকের বই।

আমি শখ করে একটা বই ওখান থেকে নামাই আর কিছুটা পড়ার পর কেন জানি পুরা বই পড়ার ইচ্ছা জাগে, অতপর আমি আমার বন্ধুর থেকে বইটা ধার করে এনে পরি এবং নিজের অজান্তেই এই "হুমায়ুন আহমেদ" নামক লেখকের প্রেমে পরে যাই। সেই থেকে অপেক্ষাই থাকতাম তার বইয়ের, হাতের কাছে তার নতুন পুরাতুন বই পেলেই পরতাম। তার হিমু, মিসির আলি চরিত্র পরে ভাবতে থাকি যে একটা মানুষ কি ভাবে এমন বিভিন্ন চরিত্র লিখতে পারেন? অবাক হয় আর পরতে থাকি তার বই গুলো। হাতে টাকা না থাকলে বই মেলাতে যাব, হুমায়ুন আহমেদের বই কিনব ভেবে টাকা নিতাম আম্মুর কাছ থেকে। আম্মু বকা দিত যে পড়ার বই পরি না, গল্পের বইয়ের টাকা দিবে না এটা বলে।

আমি অনেক বকা খাওয়ার পরও টাকা চাইতাম শুধু আমার প্রিয় লেখকের বই কেনার জন্য। আর কখনও তার বই বের হবে না, অপেক্ষাই থাকা হবে না বই মেলার, তার বইয়ের আমার লিখার অভ্যাস নাই, তাও আজ আপনাকে স্মরণ করে একটি কথায় বলতে চাই স্যার, " আপনি আমার অনেক পছন্দের মানুষদের একজন স্যার, আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক, স্যার আপনাকে ধন্যবাদ...আপনার শূন্যস্থান অপূরণীয়" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.