আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যস্থান পূরণ

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

একবার কিছু বিদেশী লোক বাংলাদেশে আসলেন যাদেরকে বেশ কয়েকদিন বাংলাদেশে থাকতে হবে। তাই তারা ঠিক করলেন যে, বাংলা ভাষা শিখবেন। একজন বাঙালী তাদেরকে কয়েকদিন বাংলা ভাষা শেখানোর পরে কে কতটুকু শিখেছে তা জানার জন্যে একটি পরীক্ষা নিলেন। পরীক্ষাতে সবাইকে নিচের ১২টি শব্দ দেয়া হলো এবং বলা হলো ১২টি শব্দ দিয়ে ১২টি শূন্যস্থান পূরণ করতে।

১২টি শব্দ: উত্তেজিত - অর্ধেক - আনন্দিত - গরম - ঘুমন্ত - ঠান্ডা - দরিদ্র - বড়লোক - বুদ্ধিমান - রাগান্বিত - লম্বা - সুস্বাদু শূন্যস্থান পূরণ তার মায়ের হাতের রান্না করা তরকারী খুব _______। যারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, তারা খুবই _______। যেই সব দেশে মরুভূমি আছে, সেসব দেশে দিনের বেলার আবহাওয়া _______। দর্শকেরা গ্যালারীতে _______ অবস্থায় খেলা উপভোগ করছেন। বাবা তার মেয়ের ভাল ফলাফলের খবর শুনে _______ হলেন।

মেয়েটি কেকের _______ অংশ তার ভাইকে দিয়ে দিলো। যারা _______, তাদের অনেক টাকা পয়সা থাকে। সে বেশ _______, তাই সে নিয়মিত বাস্কেটবল খেলে। মা তার কোলের _______ শিশুটিকে আদর করছেন। ছেলেটি হোমওয়ার্ক করেনি শুনে শিক্ষক _______ হলেন।

যেসব ছেলেমেয়ে _______, তারা নিয়মিত পড়াশোনা করে। রহিম _______ বরফ মিশিয়ে পানি পান করতে পছন্দ করে। ======================================== কেউ সবগুলোতেই ঠিক উত্তর দিলো, কেউ দু-একটা ভুল করলো। আর একজন ভালভাবে বাংলা না শেখার ফলে সবগুলোতেই ভুল উত্তর দিলো। তার উত্তরগুলো ছিলো এইরকম - তার মায়ের হাতের রান্না করা তরকারী খুবই বুদ্ধিমান।

যারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে, তারা খুবই আনন্দিত। যেসব দেশে মরুভূমি আছে, সেসব দেশে দিনের বেলার আবহাওয়া ঠান্ডা। দর্শকেরা গ্যালারীতে ঘুমন্ত অবস্থায় খেলা উপভোগ করছেন। বাবা তার মেয়ের ভাল ফলাফলের খবর শুনে লম্বা হলেন। মেয়েটি কেকের উত্তেজিত অংশ তার ভাইকে দিয়ে দিলো।

যারা দরিদ্র, তাদের অনেক টাকা পয়সা থাকে। সে বেশ রাগান্বিত, তাই সে নিয়মিত বাস্কেটবল খেলে। মা তার কোলের অর্ধেক শিশুটিকে আদর করছেন। ছেলেটি হোমওয়ার্ক করেনি শুনে শিক্ষক বড়লোক হলেন। যেসব ছেলেমেয়ে সুস্বাদু, তারা নিয়মিত পড়াশোনা করে।

রহিম গরম বরফ মিশিয়ে পানি পান করতে পছন্দ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।