কেন যেন আজ আমার একজন ব্যাক্তিকে খুব মনে পড়ছে । চরম ঘৃণায় আজ মন ভরে উঠছে , জানিনা কেন যেন আজ সারাদিন কোন কাজই করলাম না , আসলে ভালই লাগছিলনা । নিজেকে ঘুরেই শুধু ছোট মনে হচ্ছিল, মনে হচ্ছিল অসহায় । জানিনা দেশের জন্য একটি মায়া কাজ করতেছিল বার বার । মনে হচ্ছিল আমার গায়ে জামা নেই।
বাহিরে গেলাম নিজের অজান্তেই তাকিয়ে রইলাম মানুষের ভীরের দিকে। মানুষগুলি কি পরিমান খেটে খায় । কষ্টের কাজের সম্মানই আলাদা ।
কিন্তু আজ আমার ওই খেতে খাওয়াদের সম্মান নেই মিশে গেছে মাটিতে , ধুলার সাথে। আমার দেশের শেয়ার বাজারের মানুষ গুলি প্রতিদিন কাদছে , আমার দেশের ব্যাংক এর কোষাগার শূন্য , তার পরও আসবে নতুন ব্যাংক , আমার দেশের সেতু হবে না দুর্নীতির জন্য , আমার দেশের মানুষ উচ্ছমুল্লের কারনে খাবার কিনতে পারবে না আবার তার উপর আমাদেরকে শুনতে হবে দুষ্ট ব্যাবসায়ি , দেশদ্রোহী এবং অন্য নানা কথা ।
আজকে দেশের অর্থনীতির প্রতিটি ক্ষেত্র দুর্বলতম অবস্থান পার করছে শুধুমাত্র একজন ব্যাক্তির জ্ঞ্যান এবং দূরদর্শিতার অভাবে যার নাম আবুল মাল আবুল মুহিত। কোন একটি কাজ দায়িত্বগ্রহনের পর থেকে আজ পর্যন্ত করতে পারেননি আমাদের অর্থমন্ত্রী । এই লোকের কথা মনে করে আপনাদের আর কষ্ট দিবনা কিন্তু কিছু সুখ সৃতি মনে করি একজন নিবেদিত প্রান রাজনৈতিক নেতা এবং অর্থমন্ত্রীর কথা বলে ।
সেই জন্ম লগ্ন থেকে বিএনপি সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন । দলমত নির্বিশেষে তিনি সকলের কাছে ছিলেন আদরনিয় শুধুমাত্র তার কাজের দক্ষতার জন্য ।
কোন একদিকে যদি বিএনপি সবসময় এগিয়ে থাকে আওয়ামীলীগ থেকে সেটা হল দক্ষ অর্থমন্ত্রী । আওয়ামীলীগ সবসময় অর্থমন্ত্রী নিয়োগ করেন এমন কাওকে যিনি অর্থের ব্যাবহার করেন নিরর্থকভাবে ।
আজকে আমাদের অর্থনীতির ওই সুমহান অভিভাবকের কথা খুব মনে পড়ছে । পান চিবুতেন বেশ করে আর সে রসথেকেই বের হয়ে আসতো অসাধারন সব চিন্তা অর্থনীতিকে সচল রাখার কল্পে । আমাদের দেশের অর্থনীতি সবসময় নাজুক তাই এখানে পরীক্ষা নিরিক্ষার সুজুগ খুব অল্প ।
ওই ব্যাক্তিটির এটি খুব ভাল ছিল যে সাধারন করে ভাবতেন এবং কখন খুব বেশী লাভ করাতে না পারলেও কখনও এই বিবেকহীন মন্ত্রীর মত লস করাননি । আর কখনও কি পাব এমন একজন সাইফুর রহমান ?
আজ তিনি তিনি আর আমাদের মাঝে নেই , তাই তার অনুপুস্থিতি বোধ করছি খুবই বেশী । এই আশায় যে আজ হয়তো তিনিই হতে পারতেন ত্রাণকর্তা । ভাল থাকুন স্যার হেটস অফ টু ইউ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।