বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আর মাত্র মাঝে একটা দিন। তারপরের সূর্যটাই ঈদের দিনের প্রথম আলো দেখাবে। সেই আলোয় আলোকিত হবে সবার জীবন।
পুরো ঢাকা শহর এখন খালি প্রায়।
প্রচুর লোকজন চলে গেছে এবং যাচ্ছে তাদের নিজের আবাসে। নিজের ঠিকানায়। অনেক কষ্ট করেও তারা এই সুখকে বরণ করছে। ঘন্টার পর ঘন্টায় রাস্তায় অবস্থান। কত কষ্ট।
কিন্তু এই কষ্টটা তারা করে শুধু নিজের পরিবার পরিজনদের সাথে আনন্দ টুকু ভাগাভাগি করে নেবার জন্য।
প্রতিদিন ঢাকা থেকে প্রায় ৫ লক্ষ লোক নিজ আবাসে ফিরে যাচ্ছে। তাদের চাপ সহ্য করতে হিমশিম খাচ্ছে পরিবহন সংস্থা গুলো। ঢাকার রাস্তাগুলো ফাঁকা, আর একটু পর থেকে অফিস পাড়াতে ভুতুড়ে পরিবেশ চলে আসবে। যা একটু কোলাহল থাকবে, তা আবাসিক এলাকাগুলোতে।
এই ঢাকার বুকে প্রায় কোটির উপরে লোকের সমাগম। সেটার ভাব হালকা হচ্ছে। ঢাকার বুক খালি হচ্ছে। ঢাকা এখন বুক ভরে নিঃশ্বাস নিবে।
যারা বাড়ীতে যাচ্ছেন ঈদ করতে।
তাদের প্রতি শুভকামনা থাকলো। আপনাদের যাত্রা শুভ হোক। পরিবার পরিজনদের সাথে আনন্দ শেষে আবারও আপনারা ভালো ভাবে কর্মস্থলে ফিরে আসুন।
সবার জীবন আলোকিত হোক সুখে আলোয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।