পরেই বলবো না হয়
মৃতদেহ
আজ আমার মন একদম ভালো নেই।
মন ভালো করার উপায় যদি জানা থাকতো...।
ভরা বৈশাখে,
অথবা যেকোনো সময়ে (শীতকাল ছাড়া),
ঝড়ঝড়ে বৃষ্টিতে
একনাগারে
ভিজতে আমার খুব ভালো লাগে।
ঝড়ঝড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে
আমার হাড়ে যখন কাঁপুনি আসে তখন
আমার খারাপ মন ভালো হয়ে যায়।
অথবা
বৃষ্টির টুপটাপ আওয়াজেও
আমার খারাপ মন ভালো হয়ে যায়।
এমনি আছে আরো অনেক কিছু
যা আমার মন ভালো করে দেয়।
আজ আমার মন একদম ভালো নেই।
আজ আমার মন
ভালো করে দেবার মতো
কিছুই নেই।
কোনো কিছুই আজ আমার মন
ভালো করে দিতে পারবেনা।
আমার মন খারাপ নিয়ে কারোরই মন খারাপ করতে চাইনা।
তাই সব সময়ের মতো এবারো চুপ করেই থাকি।
একদম চুপ।
একদম একটা মৃতদেহ-র মতো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।