আমি হাজারবার জেনেশুনে হেরে গিয়েছি,কেবল তোমায় একবার জিতে নেব বলে!
(১)
ফেনিল সমুদ্র আজ অনাহারে জীর্ণ,
দুর্ভিক্ষ ছেড়ে দেয়নি তাকেও।
গাঙচিলের ঠোঁটে আজ চরম তৃষ্ণা,
যেটাকে মিথ্যে ভেবে নেবার কোন কারণ নেই!
কেবল গদির পরতে পরতে চর্বি,
বসে আকণ্ঠ মদ পানে ব্যস্ত নাবিক!
জাহাজের খোলে মৃত গামছায় ঢাকা মানুষ,
দূর্বার ছুটে চলা সরলরেখায়!
এই দুর্ভিক্ষ শেষ হবার অপেক্ষায়,
সমুদ্র জীর্ণ থেকে জীর্ণতর হয়;
তবুও জাহাজ ছুটে চলে নিত্যনতুন বন্দরে,
গাঙচিল আর নাবিকের মৃতদেহ ডিঙিয়ে!
(২)
সকলের প্রিয় সময় চলে যাচ্ছে,
সে ব্যাগে গুছিয়ে নিয়েছে নিজের সবকিছু,
জামাকাপড় বিশেষ কিছু নেই।
কেবল আছে একজোড়া ক্ষয়ে যাওয়া জুতা!
আজ থেকেই না,
বহু আগে থেকে সময় ছুটে চলেছে!
একজন নিষ্ঠাবান পরিব্রাজক হয়ে,
স্থল-জল-আকাশ;যেকোন পথেই প্রচণ্ডবেগে!
কখনও কোন স্বল্প আলোর পরীক্ষার কক্ষে,
কখনও শৈশব থেকে কৈশোর হয়ে যৌবনে,
কখনও ঝড়ের মধ্যে সিগারেটে আগুন দেবার পর,
কখনও রাত তিনটায় ঘুমানোর পর!
সময়ের দ্রুত লয়ে ছুটে চলা মন্থর হয়,
হয়ত সময় নিজেই ক্লান্ত হয়ে যায়!
যখন প্রেমিকা আসবে আসবে করেও আসে না,
যখন মাসের শেষে মানিব্যাগ ফাঁকা থাকে,
যখন প্রিয় কেউ শুয়ে থাকে সংজ্ঞাহীন হয়ে,
যখন প্রতীক্ষা-অপেক্ষা নামের দুইবোন লুকোচুরি খেলে!
তারপর সময় চলে যাবে,
হাজারটা প্রিয়মুখ আর স্বপ্ন ফেলে,
আমাদের অনাকাঙ্ক্ষিত ঋতু পরিবর্তনে,
সময় রাগ করে চলে যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।