চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদে ডুবে যাওয়া বাস থেকে আজ সকালে আরো ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকালের ১ জন এবং হাসপাতালে মারা যাওয়া ১ জন নিয়ে এ পর্যন্ত মোট ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হলো। বাস সনাক্ত করার পর গতকাল বিকেল থেকে চেষ্টা চালিয়েও বাসটি টেনে তুলতে ব্যর্থ হয় উদ্ধারকারী দল। এরপর আজ ভোর ৭টা থেকে মৃতদেহ উদ্ধারে ডুবুরিরা কাজ শুরু করেন। বাসটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
চেইন কপ্পা ব্যবহার করে বাসটি টেনে তোলার উদ্যোগ ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত বাস থেকে মৃতদেহ বের করার পদক্ষেপ নেয়া হয়। এদিকে, বাসটি উদ্ধারে বিকেলে শীতলক্ষা নদী থেকে অত্যাধুনিক বার্জ মাউন্টেড ক্রেন আনা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।